নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! গোপাল-হৈমন্তীর শেল কোম্পানির হদিশ পেল CBI, রয়েছে টলিউড যোগও

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সংস্থার হাতে। গতকালই নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ আলিপুর কোর্ট থেকে জেল হেফাজতে যাওয়ার পথে এক রহস্যময়ী নারীর নাম তোলেন। জোর গলায় বলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির সমস্ত টাকা রয়েছে গোপাল দলপতির (Gopal Dalapati) স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) কাছে। এরপর শুক্রবারই গোপাল-হৈমন্তীর শেল কোম্পানির হদিশ পেল সিবিআই।

দিন দিন দুর্নীতির ময়দানে ভিন্ন ভিন্ন চরিত্রের নাম উঠে আসায় শোরগোল পড়েছে রাজ্যে। এরই মধ্যে চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ্যে। বৃহস্পতিবার কুন্তল দাবি করেন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী। তবে সিবিআই সূত্রে খবর, গোপালের সাথে লিভইন করতেন হৈমন্তী। পেশায় তিনি একজন মডেল। মডেলিং সহ দু’একটি অনামি সিনেমাতেও অভিনয় করেন হৈমন্তী।

২০১৮-য় জাল নামে একটি সিনেমায় অভিনয়, সৌমিত্র চট্টোপাধ্যায়, দোলন রায় দের সঙ্গে ও অভিনয় জীবনে কাজ করেন হৈমন্তী। প্রসঙ্গত, সর্বপ্রথম গোপাল দলপতির নাম প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষই। বহু খোঁজের পর গোপাল নিজে ইডি দফতরে ধরা দেয়। এবারেরও হৈমন্তী নামের এক রহস্যময়ী নারীর নাম উঠে এল কুন্তলের মুখে। সিবিআই সূত্রে খবর, ২০১৫-১৬ সালে গোপাল-হৈমন্তীর পরিচয় হয়।

হৈমন্তীর নামে একটি ও মুম্বইয়ে পার্টনারশিপে একটি কোম্পানির হদিস পেয়েছে সিবিআই। পাশাপাশি গোপালের নামেও একটি পৃথক কোম্পানি ছিল বলে জানায় সিবিআই। তবে সূত্রের খবর দুবছর চলার পর সব গুলো কোম্পানিই ব্ন্ধ হয়ে যায়। গোপালের কোম্পানির মালিকানাও হস্তান্তরিত হয়। এখানেই প্রশ্ন তবে কী নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই কোম্পানি গুলো খোলেন গোপাল? রহস্যভেদ করতে মরিয়া তদন্তকারী সংস্থা।

kuntal, female

অন্যদিকে, জানা গিয়েছে মডেলিং এর সূত্রেই কুন্তলের সাথে পরিচয় হয় হৈমন্তীর। মডেলিং এর কাজের জন্য ধৃত তাপস মণ্ডলের কাছেও হৈমন্তীকে একবার নিয়ে যায় গোপাল। প্রসঙ্গত, গতকাল কুন্তল জোর গলায় বলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির সমস্ত টাকা রয়েছে গোপাল স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। অন্যদিকে গোপাল দলপতির দাবি আজ থেকে প্রায় তিন বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। কোনো যোগাযোগ নেই তাদের। পাশাপাশি স্ত্রী হৈমন্তী বর্তমানে কোথায় আছেন, কী করেন সেই বিষয়েও কিছু জানেন না বলেই গোয়েন্দা আধিকারিকদের কাছে দাবি করেন গোপাল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর