বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বুকে দাঁড়িয়ে সে দেশের সন্ত্রাস, জঙ্গি হামলা নিয়ে মন্তব্য করতে বুকের পাটা লাগে। সেটা করে দেখিয়েছেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। তাঁকে নিয়ে যাবতীয় নিন্দা, সমালোচনা এক নিমেষে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে এই মন্তব্যের পর। একদিকে যেমন ভারতে ধন্য ধন্য করা হচ্ছে জাভেদকে, অন্যদিকে পাকিস্তানে উঠেছে সমালোচনার ঝড়। এই ইস্যুতে এবার সরব হয়েছেন অভিনেতা গায়ক আলি জাফরও (Ali Zafar)।
তিনি নিজেও পড়েছেন নিন্দার মুখে। কারণ ওদেশে জাভেদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে বর্ষীয়ান গীতিকারের লেখা কিছু গান গেয়েছিলেন আলি। স্বাভাবিক ভাবেই জাভেদের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তানিরা ছেড়ে কথা বলেনি তাদের নিজেদের শিল্পীকেও। বিষয়টা নিয়ে এবার নিজের সপক্ষে মুখ খুলেছেন আলি।
বলিউডেও কাজ করেছেন আলি জাফর। ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনয়ের পাশাপাশি ভাল গানও গাইতে পারেন তিনি। সমালোচিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন তিনি।
আলি লিখেছেন, ‘তোমাদের সবাইকে আমি ভাললবাসি এবং তোমাদের প্রশংসা এবং সমালোচনা দুয়েরই কদর করি। কিন্তু আমি সবসময় একটাই অনুরোধ করি, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে প্রমাণ সংগ্রহ করুন। আমি ফৈজ মেলাতে উপস্থিত ছিলাম না আর সেখানে কী বলা হয়েছে তাও জানতাম না। পরদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম’।
এরপর তিনি আরো লিখেছেন, ‘আমি একজন গর্বিত পাকিস্তানি এবং স্বাভাবিকভাবেই কোনো পাকিস্তানিই সহ্য করবে না যে কেউ তাদের দেশ বা লোকের দিকে আঙুল তুললে। তাও আবার এমন একটি অনুষ্ঠানে যা আয়োজিত হয়েছে মানুষকে কাছাকাছি আনার জন্য।’
জাভেদ আখতারের নাম না করে তিনি লেখেন, ‘আমরা সবাই জানি সন্ত্রাসের হাতে পাকিস্তানের কতটা ভোগান্তি হয়েছে এবং এখনো হচ্ছে। আর এই ধরণের অসংবেদনশীল এবং অবিবেচক মন্তব্য বহু মানুষকে আঘাত করে’।
এবারে আসা যাক জাভেদ আখতারের মন্তব্যে। উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘আমরা তো বোম্বাইয়া মানুষ। দেখেছি ওখানে কীভাবে হামলা হয়েছিল। ওরা তো আর নরওয়ে থেকে আসেনি, আর ইজিপ্ট থেকেও আসেনি। ওরা আজো আপনাদের মুলুকে ঘুরে বেড়াচ্ছে। তাই এই অভিযোগ যদি হিন্দুস্তানিদের মনে থাকে তাহলে আপনাদের রাগ করলে তো চলবে না’।