বাংলা হান্ট ডেস্কঃ বেকার যুবক, ব্যবসায়ী নাকি দুর্নীতির এজেন্ট? গোপাল দলপতির (Gopal Dalapati) এই সকল পেশা নিয়ে যখন জোর চর্চা ঠিক তখনই প্রকাশ্যে দলপতির আরও এক কীর্তি। জানা গিয়ে, বর্তমানে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) লাইমলাইটে থাকা গোপাল দলপতি একসময় ছাত্রছাত্রীদের পড়াতেন। গোপাল স্যারের কোচিংয়ে পড়লেই পাশ করানোর গ্যারান্টি ছিল একেবারে ১০০ শতাংশ। এই খবর সামনে আসতেই এবার শোরগোল সর্বত্র।
জানা গিয়েছে, দমদম ক্যান্টনমেন্টের পোস্ট অফিস রোডে গোপাল দলপতি নিজের পরিবারের লোকেদের সাথে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন গোপাল দলপতি। সেখানেই এককালে টিউশন পড়াতেন শিক্ষায় দুর্নীতি কাণ্ডের অন্যতম এই অভিযুক্ত। জানা গিয়েছে সে এলাকায় অঙ্কের মাস্টার হিসেবে নাম ছিল গোপালের। সকলে তাকে একডাকে গোপাল মাস্টার নামেই চিনতেন।
সূত্রের খবর, বহু ছাত্র-ছাত্রী আর রমরমিয়ে সেই টিউশনি চললেও একসময় হঠাৎই এলাকা ছেড়ে উধাও হয়ে যান তিনি। ২০০৩-২০০৪ সাল পর্যন্ত ওই এলাকাতেই টিউশন করাতেন গোপাল। তার কোচিং সেন্টার উলটো দিকের এক বাসিন্দা জানান, গোপালের কাছ থেকে পড়লেই ১০০ শতাংশ পাশ করবে ছাত্রছাত্রীরা, এমনই বিজ্ঞাপন দিতেন গোপাল। শুধুই বিজ্ঞাপন নয় শিক্ষক হিসেবে গোপালের বেশ খ্যাতিও ছিল সেখানে।
অন্যদিকে, যেই বাড়িতে গোপাল ভাড়া নিয়ে টিউশনি পড়াতেন সেই বাড়ির মালিকের দাবি, তার থেকেও টাকা নিয়েছিলেন গোপাল। শুধু তাই নয় সেই মালিককে গ্যারান্টি রেখে গাড়িও কেনেন গোপাল। সেই টাকা না মেটানোতে একবার বিপাকেও পড়েছিলেন সেই ব্যক্তি। তবে গোপালের এমন কুকীর্তি সামনে আসবে সেকথা কল্পনা করতে পারেননি তিনি।
জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে শেষবারের মতো একবার এলাকায় দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে এলাকায় নজরে আসেননি নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত গোপাল দলপতি। প্রসঙ্গত, এই গোপালের নাম প্রথম প্রকাশ্যে আনে দুর্নীতি কাণ্ডের আরেক অভিযুক্ত তৃণমূলের কুন্তল ঘোষ। শুধু গোপালই নয়। দিন দুয়েক আগে এই তালিকায় জুড়েছে গোপালের দ্বিতীয় স্ত্রী মডেল হৈমন্তীর নামও। এবার পরবর্তীতে গোপালকে ঘিরে আর কোন নতুন তথ্য সামনে আসে সেটাই এবার দেখার বিষয়।