বাংলাহান্ট ডেস্ক: দেশে ক্রমশ বাড়ছে মুদ্রাস্ফীতির (Inflation) হার। এই বাড়তে থাকা মুদ্রাস্ফীতির মোকাবিলায় তরৎপর হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। এর জন্য আবারও একটি পদক্ষেপ করতে চলেছে তারা। যদিও এর ফলে সাধারণ মানুষের কপালে পড়তে চলেছে চিন্তার ভাঁজ। আরও দামি হতে চলেছে ঋণের সুদের হার। গত মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে ৬.২৫ শতাংশ হয়েছে। এর জেরে আবারও রেপো রেট (Repo Rate) বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ে প্রচণ্ড অনিশ্চয়তা রয়েছে। তাই এর মোকাবিলায় আবারও একটি কড়া পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলে আরও দামি হয়ে যেতে চলেছে ইএমআইয়ের হার। সহজ ভাষায়, সহজেই দামি ঋণের হাত থেকে মুক্তি পাবেন না সাধারণ মানুষ। ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয়েছিল এমপিসি বৈঠক। সেখানে রেপো রেট ০.২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে ফের একবার স্থায়ী লক্ষ্যের উপরে চলে গিয়েছে মুদ্রাস্ফীতির হার। তাই আবারও রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। এর মধ্যে বাড়তে থাকা মুদ্রাস্ফীতির হার চিন্তায় ফেলেছে রিজার্ভ ব্যাঙ্ককে। গত বুধবার এমপিসি বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়। গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, শীঘ্রই আমজনতা আরও একটি ধাক্কা খেতে পারেন।
তিনি আরও জানান, মূল্যবৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির হার নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই এটিকে নিয়ন্ত্রণে আনা জরুরি। তাই আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে সুদের হার বাড়ানো হতে পারে। বিশেষজ্ঞদের অনুমান, ফের একবার ২৫ বেসিস পয়েন্ট মতো রেপো রেট বাড়াতে পারে আরবিআই।ঈই সিদ্ধান্ত নেওয়া হলে রেপো রেট বেড়ে দাঁড়াবে ৬.৭৫ শতাংশ। এর জেরে আমজনতার কাঁধে ঋণের বোঝা আরও বাড়বে। রেপো রেট বাড়লে সব ধরণের ঋণ আরও দামি হবে।
বিশেষত গৃহ ঋণ, গাড়ির ঋণ এবং ব্যক্তিগত ঋণ আরও দামি হয়ে যাবে। একইসঙ্গে বাড়বে ইএমআইয়ের মূল্যও। রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা ঠিক করা রেপো রেট ব্যাঙ্ক ঋণের উপর প্রভাব ফেলে। এটি কমানো হলে ব্যাঙ্কের ঋণ সস্তা হয়ে যায়। অন্যদিকে, এটি বাড়ানো হলে আরও দামি হয় ব্যাঙ্ক ঋণ। গৃহ ঋণ, গাড়ি ঋণ এবং ব্যক্তিগত ঋণের মতো ঋণ আরও দামি হয়ে যায়। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেটিকেই বলা হয় রেপো রেট। অন্যদিকে, রিভার্স রেপো রেটের অর্থ ব্যাঙ্কগুলিকে দেওয়া আরবিআইয়ের সুদের হার।