সাউথ থেকেই শিক্ষা, বাংলায় এবার ‘দেবী চৌধুরানী’, মুখ্য ভূমিকায় এই অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: আগেই বাজিমাত করে দিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। বাংলার সাহিত্য সম্ভার থেকে রত্ন খুঁজে নিয়ে সাউথে তৈরি হচ্ছে ‘আনন্দমঠ’। খবরটা শুনে অনেকেই ছিছিক্কার করেছিল টলিউডকে (Tollywood)। বাংলা সাহিত্যে যেখানে এত ভাল ভাল গল্প রয়েছে, সেখানে ছবি তৈরির জন্য বলিউড, দক্ষিণের মুখাপেক্ষী হয়ে থাকবে কেন টলিউড? অবশেষে নড়েচড়ে বসলেন নির্মাতারা। এবার বাংলা সিনেমাতেও লাগবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankimachandra Chattopaadhyaay) ছোঁয়া।

‘দেবী চৌধুরানী’কে (Devi Chaudhurani) নিয়ে সিনেমা বানাতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সাহিত্যসম্রাটের অমর সৃষ্টির আশ্রয়েই সিনেমার গল্প বুনবেন পরিচালক। ছবিতে দুই মুখ্য চরিত্র অর্থাৎ দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের ভূমিকায় থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দুই কাস্টিংই বেশ চমকপ্রদ।

prosenjit srabanti

শ্রাবন্তী দেবী চৌধুরানী হতে পারেন, এমন গুঞ্জন অবশ্য কিছুদিন ধরে শোনা যাচ্ছিল টলিপাড়ায়। ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সদস্য শ্রাবন্তী বাণিজ্যিক ছবি ছাড়াও ভিন্ন ধরণের গল্পেও অভিনয় করেছেন। ‘গয়নার বাক্স’, সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘কাবেরী অন্তর্ধান’এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। উপরন্তু এই ধরণের ছবির ক্ষেত্রে চরিত্রের সঙ্গে অভিনেতা অভিনেত্রীর বাহ্যিক গঠনমূলক সাদৃশ্য থাকাও জরুরি। সেক্ষেত্রে শ্রাবন্তী মোক্ষম পছন্দ বলে মনে করছেন অনেকে।

দেবী চৌধুরানী ছবির সঙ্গে যুক্ত হওয়ার খবর স্বীকার করে নিয়েছেন প্রসেনজিৎ। তিনি জানান, চিত্রনাট্য তিনি পড়েছেন। ভাল ছবি হতে চলেছে বলেই মনে করছেন তিনি। যদিও এখনো নির্মাতাদের সঙ্গে তাঁর চুক্তি হয়নি। আপাতত কর্মসূত্রে শহরের বাইরে রয়েছেন শ্রাবন্তী। ফেরার পর পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে বসবেন বলে জানিয়েছেন প্রসেনজিৎ। শ্রাবন্তীর কাছ থেকে অবশ্য এ বিষয়ে কিছু জানা যায়নি।

srabanti

জানা যাচ্ছে, এখনো পর্যন্ত এই ছবিটিই টলিউডের সবথেকে বিগ বাজেট ছবি হতে চলেছে। সাম্প্রতিক ট্রেন্ড মেনে বাংলার পাশাপাশি মোট ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি। মুক্তি পাবে দেশের বাইরেও। তাই ছবির রিলিজ নিয়ে আলাদা করে চিন্তাভাবনা করছেন নির্মাতারা।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভ এবং স্থানীয় উপকথা মিলিয়ে তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য। বড় মাপের ছবির তোড়জোড়ও হচ্ছে সেভাবেই। বলিউড থেকে আসছে স্টান্ট ডিরেক্টর। ভিকি কৌশলের বাবা, বলিউডের নামী স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশল নাকি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন। বাকি তথ্য, অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কাস্টিং সবটাই এখনো আড়ালেই রেখেছেন অভিনেতা।


Niranjana Nag

সম্পর্কিত খবর