মা কে হারিয়ে বিধ্বস্ত অপরাজিতা! লিখলেন “অখণ্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার”…

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগেই হারিয়েছিলেন বাবাকে। এবার জনপ্রিয় অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) হারালেন তার মাকেও। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ অভিনেত্রীর মায়ের মৃত্যু (Death) হয়। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বার্ধক্য জনিত কারণে। অসুস্থতার কারণেই এবার ছোটখাটো পরিসরের মধ্যে নিজের বাড়িতেই জন্মদিন পালন করেন অভিনেত্রী। তিনি আশা করেছিলেন মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই আশা পূরণ হল না তার।

চলে গেলেন অপরাজিতার মা। অভিনেত্রীর পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রী আজ নিজের instagram অ্যাকাউন্টে লেখেন,”মা আজ সকাল ৯ঃ৩০ মিনিটে চলে গেলেন। অখণ্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার… মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই। তাদের সকলকে এই পোষ্টের মাধ্যমে জানালাম।” অপরাজিতার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

সূত্রের খবর, গত ২২ ফেব্রুয়ারি ছিল অপরাজিতার জন্মদিন। এই দিনটি অন্যান্য বছর তিনি কাটান বন্ধুদের সাথে। তবে মায়ের অসুস্থতার কারণে এ বছর তিনি পৌঁছেছিলেন হাওড়ায় তার নিজের বাড়িতে। অপরাজিতা জানিয়েছিলেন, “বন্ধুরা প্রত্যেক বছর এই দিনটায় বাড়িতে আসে। ছোট্ট পার্টির আয়োজন করা হয় ছাদে। তবে এ বছর হচ্ছে না সেই পার্টি। মায়ের কাছে যাব। খুব অসুস্থ মা, শয্যাশায়ী। মায়ের সাথে এটাই হয়ত আমার শেষ জন্মদিন।”

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

অভিনেত্রী যে আদ্যপ্রান্ত একজন ‘পারিবারিক’ মানুষ তা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, বা বিভিন্ন সাক্ষাৎকারেও বারংবার উল্লেখ করেন তার পরিবারের মানুষের কথা। বলা বাহুল্য, মায়ের মৃত্যুর সংবাদের খবর পেয়ে অপরাজিতার অনুরাগীরা তাকে সমবেদনা জানিয়েছেন। একজন লিখেছেন, “ওনার আত্মার শান্তি কামনা করি। এই শোক সামলে ওঠার শক্তি ভগবান তোমায় দিক।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X