BSF-এর উপর ১০০র বেশি বাংলাদেশি দুষ্কৃতিদের হামলা! লুঠ হাতিয়ার, গুরুতর আহত ২ জওয়ান

বাংলা হান্ট ডেস্ক : আবারও আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় কৃষকদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ (BSF) জওয়ানদের উপর বাংলাদেশিদের হামলা। এই হামলায় দুই জওয়ান গুরুতর জখমও হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণবঙ্গ সীমান্তের মুর্শিদাবাদ জেলার ৩৫ নম্বর ব্যাটালিয়নের সীমা চৌকি নির্মলচর এলাকায়। ভারতীয় কৃষকদের অভিযোগ, বাংলাদেশিরা (Bangladeshis) গবাদি পশু চরানোর নাম করে তাদের জমিতে প্রবেশ করে। ইচ্ছাকৃতভাবে তাদের ফসল নষ্ট করে ।

কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে জওয়ানরা তাদের সুরক্ষার জন্য সীমান্তের কাছে একটি অস্থায়ী পোস্ট তৈরি করে। যাতে ভারতীয় কৃষকরা নির্ভয়ে তাদের জমিতে চাষের কাজ করতে পারে। গতকাল রবিবার সীমা চৌকি নির্মলচরের জওয়ানরা সীমান্তে কর্তব্যরত ছিলেন। হঠাৎ বাংলাদেশ দিক থেকে প্রায় শতাধিক দুষ্কৃতী ভারতীয় অংশে প্রবেশ করে বলে অভিযোগ। লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালায় তারা। তাদের আহত করে জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা সীমানা টপকে আবার বাংলাদেশে পালিয়ে যায় (Bangladeshi attack) ।

দুষ্কৃতীদের হামলাতে ২ জওয়ান গুরুতর আহত হন। খবর পেয়ে জওয়ানদের দ্রুত সেখান থেকে নিয়ে গিয়ে নিকটবর্তী একটি হাসপাতাল ভরতি করা হয় । ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ আধিরারিকরা দ্রুত বিজিবি আধিকারিকদের বিষয়টি জানান। একটি বৈঠকের আয়োজন করতে বলা হয়। যাতে বাংলাদেশি দুর্বৃত্তদের কাছ থেকে জওয়ানদের অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়।

IMG 20210628 121540

এই প্রথম নয়, এর আগেও ভারতীয় কৃষকদের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে৷ শুধু তাই নয়, বাংলাদেশিরা জোর করে ভারতীয় জমিতে তাদের গবাদি পশু চরাতে আসে। বিজিবিকেও এ বিষয়ে বলা হলেও লাভ কিছুই হয়নি। বিজিবি এ ধরনের ঘটনা বন্ধ করতে কিছুই করেনি বলে অভিযোগ বিএসএফের। বিএসএফ-র পক্ষ থেকে মুর্শিদাবাদ রানিতলা থানায় অজ্ঞাত পরিচয় বাংলাদেশি হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

চোরাকারবারিরা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে এ দেশে আসে ৷ যখন সীমান্তের ওপার থেকে তাদের অবৈধ কার্যকলাপে সফল হয় না তখনই তারা জওয়ানদের উপর আক্রমণ করে । বিএসএফ জওয়ানদের উপর এর আগেও একাধিকবার চোরাকারবারি এবং তাদের সহযোগীরা আক্রমণ চালিয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর