দোলে উত্তরবঙ্গ সফর এবার আরোও সহজ! রেলের তরফে ঘোষণা হল একাধিক স্পেশাল ট্রেনের

বাংলাহান্ট ডেস্ক : দোলের ছুটিতে উত্তরবঙ্গে (North Bengal) ঘুরতে যাওয়ার জন্য ভারতীয় রেলের তরফে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। শুধু মাত্র দোলে চালানো হবে একজোড়া স্পেশ্যাল ট্রেন (Special Train)। দুটি হোলি স্পেশ্যাল ট্রেন পূর্ব রেলের শিয়ালদহ (Sealdah) এবং নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) মধ্যেই যাতায়াত করবে‌। দোলের ছুটিতে অতিরিক্ত ভিড় সামাল দিতে রেলের এই সিদ্ধান্ত।

এই স্পেশ্যাল ট্রেন দুটি চললে উপকৃত হবেন বহু রেল যাত্রী। এমনকি পর্যটকদের পক্ষেও সুবিধা হবে। দোলের ছুটিতে ভিড় হয়, তাই নিয়মিত ট্রেনে টিকিট পেতে সমস্যা হয়। দোলের কয়েকদিন আগে এই স্পেশ্যাল ট্রেন চালু হলে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে যাত্রীদের। আজ আমরা আপনাদের সুবিধার্থে নিয়ে হাজির হয়েছি ট্রেন গুলির সময়সূচী।

indian railways train main

১. ২ মার্চ ও ৯ মার্চ সন্ধ্যা ৭ঃ৩৫ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে ডিব্রুগড়- গোরখপুর স্পেশাল ট্রেন। এই ট্রেনটি সকাল 7:30 মিনিটে পৌঁছাবে গোরখপুর। অন্যদিকে, ৭ ও ১৪ ই মার্চ গোরখপুর থেকে ট্রেনটি ফিরে আসবে।

২. গোরখপুর-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন গোরখপুর থেকে রওনা দেবে ৪ ও ১১ ই মার্চ। এই ট্রেনটি ছাড়বে বিকাল ৫টায় ও জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন সকাল ১১:০০ টায়। ৬ ও ১৩ মার্চ ফিরতি ট্রেন রয়েছে এই রুটে।

Indian Railways Train

৩. ৩ মার্চ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন ১ শিয়ালদা থেকে রওনা দেবে রাত ১১ টা ৪০ মিনিটে। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন ১০:৪৫ মিনিটে। ট্রেনটি ফিরে আসবে ৪ মার্চ।

৪. আগেরটির মতো একই সময় চলবে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন ২। এই ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেবে ৪ তারিখ ও নিউ জলপাইগুড়ি থেকে ফিরবে ৫ তারিখ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর