জনতাকে উস্কানোর অভিযোগ! গ্রেফতার পাকিস্তানের রিটায়ার্ড জেনারেল

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তা লেফট্যানান্ট জেনারেল আমজাদ সোয়েবকে (Lt Gen (retd) Amjad Shoaib) গ্রেফতার করল পাক প্রশাসন। জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে ভুল পাক সরকারের বিষয়ে বোঝানোর অভিযোগ রয়েছে। আমজাদ সোয়েবের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। তাঁর একনিষ্ঠ সমর্থক ছিলেন আমজাদ। ইমরান খানের খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হল বলে দাবি করছে বিভিন্ন মহল।

পাকিস্তানের পুলিস সূত্রে খবর, রবিবার রমনা থানায় ম্যাজিস্ট্রেট ওবেস খান আমজাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দায়ের করেন। পরের অর্থাৎ আজ সোমবার সকালে তাঁর বাসভবন থেকে পুলিস গ্রেফতার করে আমজাদকে। তাঁকে ইসলামাবাদের একটি আদালতে তোলা হয়। আদালত তাঁকে তিন দিনের পুলিসি হেফাজত দিয়েছে বলে জানা যাচ্ছে।

আদালত সূত্রে খবর, আমজাদ সোয়েবের বিরুদ্ধে পাকিস্তানি দণ্ডবিধি অনুযায়ী ১৫৩ ‘এ’ এবং ১৫০ ধারায় অভিযুক্ত করা হয়েছে। জানা যাচ্ছে, একটি টিভি সাক্ষাৎকারের সময় প্রাক্তন সেনাকর্তা সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার কথা বলে। পাকিস্তান সরকারের দাবি আম নাগরিককে তিনি তাঁর মন্তব্যের মধ্য দিয়ে উস্কানি দিচ্ছেন। আর এই অপরাধেই এদিন গ্রেফতার হলেন আমজাদ সোয়েব।

amzad 2

শুধু তাই নয়, জানা যাচ্ছে, ওই টিভি সাক্ষাৎকারে, আমজাদ সোয়েব নাকি খোলাখুলি ভাবে পিটিআইকে সমর্থন করেছেন। একই সঙ্গে মানুষকে বুঝিয়েছেন ইমরান খানকে বিশ্বাস করতে। তিনি নাকি সাধারণ মানুষকে বলেন, ‘আপনারা সরকারি কর্মচারীদের কাজ করতে দেবেন না। যেমন ধরুন ইসলামাবাদের সরকারি দফতরে যাওয়া থেকে সরকারি কর্মচারীদের বাধা দিন।’

এর আগে পাকিস্তানের তদন্তকারী কমিটি আমজাদ সোয়েবকে ২০২২ এর ৭ সেপ্টেম্বর দেখা করতে বলে। কারণ, সেই সময় তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফের সঙ্গে ইজরায়েলের একটি কোম্পানির বৈঠক গোপন বৈঠক হয়। তবে আমজাদ সেই তলব এড়িয়ে যান বলেই জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর