আর ৬ দিন খোলা থাকবে না ব্যাঙ্ক! কেবল ৫ দিন হবে কাজ, তবে কী এবার নতুন নিয়ম চালু ?

বাংলাহান্ট ডেস্ক : ৬ দিনের বদলে এবার থেকে কি সপ্তাহে ৫ দিন ব্যাংক খোলা থাকবে? সাত বছরের দীর্ঘ লড়াইয়ের শেষে অবশেষে সবুজ সংকেত মিলল। মাসের চারটি রবিবারের (Sunday) সাথে এবার সবকটি শনিবারেও (Saturday) ব্যাংকে ছুটি (Banking holidays) ঘোষণা করার সম্ভাবনা দেখা দিয়েছে। মুম্বাইতে ব্যাংক কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত মোর্চা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি বৈঠক করেন গত মঙ্গলবার।

জানা গিয়েছে, সেই বৈঠকে সপ্তাহে পাঁচ কর্ম দিবস ঘোষণার বিষয় আলোচনা হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে প্রস্তাবটি পাঠানোর বিষয়ে আলোচনা করা হয়। বর্তমানে ব্যাংক বন্ধ থাকে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। ব্যাংক কর্মী ইউনিয়নের প্রস্তাবনায় বলা হয়েছে, এবার থেকে মাসের আরো দুটি শনিবারেও ব্যাংক খোলা থাকবে না। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ব্যাংকের কাজকর্ম করা সম্ভব হবে।

তবে বাড়তি দুই দিন ব্যাংক বন্ধ রাখার জন্য প্রতিদিন ৪০ মিনিট করে অতিরিক্ত সময় ব্যাংকের কাজকর্ম জনসাধারণের জন্য চালু থাকবে। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা থাকলেও প্রতিদিন সকাল ৯ঃ৫০ মিনিট থেকে বিকাল ৫ঃ৩০ মিনিট পর্যন্ত চলবে ব্যাংকের কাজ। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হবে আর্থিক লেনদেন। অন্যান্য গ্রাহক পরিষেবার সময় বাড়ানো হবে আরো আধঘন্টা।

Bank holiday

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দু’দিন ছুটির দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি, এখন এটিএম এবং নেট ব্যাঙ্কিংয়ে টাকা তোলা এবং জমা দেওয়ার পাশাপাশি আরও অনেক কাজ সারা যায় সহজে। তাই পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকলে গ্রাহকের অসুবিধা হবে না। অর্থমন্ত্রক ব্যাংক কর্মীদের অ্যাসোসিয়েশন গুলির এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর