হিন্দু থেকে মুসলিম, বিয়ের জন্য নিজের ধর্ম বদলাতেও দুবার ভাবেননি এই নায়িকারা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে, প্রেম ধর্ম, বর্ণ, জাতপাত, বয়স কিছুই দেখে না। একবার মনে দোলা লাগলে মানুষ সব সীমা পার করতেও রাজি থাকে। মনের মানুষ পাওয়া সহজ নয়, তাই একবার মনের মতো সঙ্গী পেলে কেউই সহজে ছেড়ে দিতে রাজি হয় না। এমনকি তার জন্য নিজের ধর্ম (Religion) বদলাতেও পিছপা হননা অনেকে। খাস বলিউডেই এমন উদাহরণ বড় কম নেই।

আশির দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রেমের টানে ধর্ম বদলেছেন বহু অভিনেত্রী। জন্মগত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তাঁরা। কিন্তু প্রিয় মানুষটার সঙ্গে বাকি জীবনটা কাটানোর লোভে ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাঁরা। তালিকায় রয়েছে এমন সব নাম জানলে চমকে যেতে বাধ্য হবেন!

sharmila tagore

শর্মিলা ঠাকুর– সত্যজিৎ রায়ের ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা পাকা করার পর অভিষেক করেন বলিউডে। সেখানেই তাঁর আলাপ এবং প্রেম নবাব মনসুর আলি খান পতৌদির সঙ্গে। জানা যায়, ১৯৬৮ সালে নিজের ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেন শর্মিলা। সঙ্গে নিজের নাম বদলে রাখেন বেগম আয়েশা সুলতানা। তারপরেই পতৌদির নবাবের সঙ্গে নিকাহ হয় তাঁর। তবে অনেকে এও বলেন শর্মিলা নাকি আদৌ ধর্ম বদলাননি।

হেমা মালিনী– ১৯৮০ সালে ধর্মেন্দ্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হেমা। এর জন্য তাঁরা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কারণ ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত ছিলেন। হিন্দু ধর্মে যেহেতু বহুবিবাহ আইন বিরুদ্ধ, তাই ভালবাসাকে পরিণতি দিতে দুজনেই ১৯৭৯ সালে ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেন বলে জানা যায়।

অমৃতা সিং– নিজের থেকে ১২ বছরের ছোট সইফ আলি খানকে বিয়ে করতে ধর্ম বদলে ইসলাম নেন শিখ পরিবারের মেয়ে অমৃতা। কিন্তু সে বিয়ে টেকেনি। দুই সন্তান হওয়া সত্ত্বেও আলাদা হয়ে যান সইফ অমৃতা। তারপর করিনা কাপুর খানকে বিয়ে করেন অভিনেতা। তিনি পরে স্পষ্ট করেছিলেন, করিনা ইসলাম গ্রহণ করেননি।

আয়েশা টাকিয়া– জন্মগত হিন্দু ছিলেন আয়েশা। তাঁর মা অ্যাংলো ইন্ডিয়ান হলেও বাবা হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু ফারহান আজমিকে বিয়ে করার জন্য নিজের ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেন আয়েশা।

rakhi sawant nikah

রাখি সাওয়ান্ত– রাখি সাওয়ান্তের দ্বিতীয় বিয়ে নিয়ে নাটক বিতর্কের শেষ নেই। গত বছর লুকিয়ে প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেছিলেন তিনি। এর জন্য হিন্দু ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেন তিনি। সঙ্গে নিজের নামের সঙ্গে জুড়ে নেন ফতিমা। তবে এখন স্বামীকে জেলে পাঠিয়েছেন রাখি।

swara bhaskar 2

স্বরা ভাস্কর– সদ্য সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রি ম্যারেজ করেছেন তাঁরা। কিন্তু স্বরার এই বিয়ে মানতে নারাজ বরেলির আলা হজরত দরগার মৌলানা শাহাবুদ্দিন। তিনি বলেন, ইসলামে স্পষ্ট বলা রয়েছে পাত্রী যদি অমুসলিম হয় এবং মুসলিম পাত্রের সঙ্গে নিকাহ করতে রাজি হয়, তবে তাকে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি স্বরা।

X