ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছেন আদানি! হিন্ডেনবার্গের ধাক্কা সামলে একদিনেই আয় করলেন ৩,৩০,৩২,৩২,০০,০০০ টাকা

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শেয়ার বাজারে (Share Market) আদানি গ্রুপের (Adani Group) শেয়ারে গত কয়েকদিন ধরে ক্রমাগত পতনের পরে গত মঙ্গলবার কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, গত বুধবার দুপুর ২ টো নাগাদ  আদানি গ্রুপের শেয়ার ১,৫০০ টাকার বেশিতে লেনদেন হতে দেখা যায়। এদিকে, ওই গ্রুপের শেয়ারের মূল্য এত দ্রুত বেড়েছে যে গৌতম আদানি (Gautam Arabia) একদিনেই প্রায় ৩,৩০,৩২,৩২,০০,০০০ টাকা আয় করেছেন।

শুধু তাই নয়, ইলন মাস্কও একদিনে এত টাকা আয় করতে পারেননি। এমতাবস্থায় এই ঘটনা থেকে অনুমান করা হচ্ছে যে, আদানি গ্রুপ এখন ধীরে ধীরে হিন্ডেনবার্গের ধাক্কা থেকে বেরিয়ে আসছে। উল্লেখ্য যে, আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের নেতিবাচক রিপোর্টের পরে, আদানি গ্রূপের শেয়ারে একধাক্কায় ৮০ থেকে ৮৫ শতাংশ পতন ঘটে। শুধু তাই নয়, আদানি গ্রূপের শেয়ারের পতনের কারণে কোম্পানির মার্কেট ক্যাপ ১৪০ বিলিয়ন ডলারেও নেমে আসে। এমতাবস্থায়, বিপুল ক্ষতির সম্মুখীন হন আদানি। তবে, এবার আদানি গ্রূপের শেয়ারের দর আবার বাড়তে শুরু করেছে।

টানা দুই দিন যাবৎ আদানি দুর্দান্ত “কামব্যাক” করেছেন। যার প্রভাব পড়েছে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকাতেও। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী জানা গিয়েছে, আপাতত গৌতম আদানি ৩৯.১ বিলিয়ন ডলারের অধিকারী হয় ২৭ তম স্থানে রয়েছেন। শুধু তাই নয়, গত বুধবার দুপুর ১ টার পরিসংখ্যান অনুযায়ী, ওই তালিকায় আদানির আয়ের পরিমানই ছিল সবচেয়ে বেশি। অপরদিকে, টেসলা ও টুইটারের মালিক তথা বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শীর্ষে কে রয়েছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বুধবার বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ১.৫ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হন। যদিও, ২০৪.৬ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। অন্যদিকে, ইলন মাস্ক বুধবার ১.২ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। পাশাপাশি, বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর মোট সম্পদের পরিমান হল ১৯৪.৬ বিলিয়ন ডলার।

adani profit

লাভবান হয়েছেন আদানি: মূলত, শেয়ার বাজারে আদানির শেয়ারের দর বৃদ্ধির কারণে তাঁর সম্পদও বাড়ছে। স্টক মার্কেটে তালিকাভুক্ত আদানির প্রত্যেকটি শেয়ারও ভালো ফলাফল করছে। যার ওপর ভর করে গৌতম আদানি একদিনেই প্রায় ৩,৩০,৩২,৩২,০০,০০০ টাকা আয় করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর