বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) । তার আগে বীরভূমের (Birbhum) বিভিন্ন জায়গায় চলছে পুলিশি তল্লাশি। সেই তল্লাশি অভিযানে পুলিশ উদ্ধার করল বোমা (Bomb) ও আগ্নেয়াস্ত্র (Weapons)। এরপর পুলিশের পক্ষ থেকে আটক করা হয় এক ব্যক্তিকে। এই বোমা কি নির্বাচনে অশান্তি ছড়ানোর জন্যই মজুদ করে রাখা হয়েছিল? এখন সেই কথা জানতেই তৎপর পুলিশ।
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালায় বীরভূমের সাঁইথিয়া ব্লকের একাধিক গ্রামে। তল্লাশি চালানো হয় বিভিন্ন বাড়ি, কালভার্ট, পুকুর পার জঙ্গল সহ একাধিক জায়গায়। এই তল্লাশি অভিযানে পুলিশ উদ্ধার করেছে পাঁচ ড্রাম ভর্তি শতাধিক বোমা। এছাড়াও ২ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, এদিন রাতেই সাঁইথিয়া থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে বাতাসপুর এলাকা থেকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি মাস্কেট, ২ টি ওয়ান শর্টার ও ৬ রাউন্ড গুলি। পুলিশ জানতে পেরেছে বিক্রি করার উদ্দেশ্যে ওই ব্যক্তি এই জিনিসগুলি নিয়ে এসেছিল। এছাড়াও পুলিশ সদাইপুর থানা এলাকায় উদ্ধার করেছে প্রচুর পরিমাণ মাদক। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুইজনকে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখনো পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত নির্বাচন। একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিরম্বনায়। যেমন করে হোক তারা চাইবে পঞ্চায়েত নির্বাচনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে।
অন্যদিকে, বিরোধী দল যেমন বাম ও কংগ্রেস একে অপরকে সমর্থন করে লড়াইয়ে প্রস্তুত পঞ্চায়েত নির্বাচনে। সেই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে প্রশাসকদের মনে। শুধু তাই নয়, অনুব্রতহীন বীরভূমে বোমা উদ্ধার হওয়ার পর থেকেই রীতিমতো ভয়ে কাঁটা হয়ে রয়েছেন এলাকাবাসীরা।