সুপারি ব্যবসার নামে ৩২ কোটি কর ফাঁকির অভিযোগ! হুগলিতে তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা

বাংলাহান্ট ডেস্ক : গুজরাটে (Gujrat) সুপারি ব্যবসা করেছেন এক কৃষক। আর সেই ব্যবসা করেই ফাঁকি দিয়েছেন ৩২ কোটি টাকা কর (Income tax)। এই সন্দেহে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিলেন হুগলির (Hoogly) এক কৃষকের বাড়িতে। আয়কর দপ্তরের আধিকারিকরা দীর্ঘক্ষন ওই কৃষককে জেরা করেন। তল্লাশি চালানো হয় তার ঘরে। কিন্তু সন্দেহজনক কিছু না পেয়ে চলে যান আয়কর আধিকারিকরা। তাদের ধারণা ওই কৃষককে ফাঁসানোর উদ্দেশ্যে কেউ চক্রান্ত করে ভুল তথ্য দিয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি জেলারর পুরশুড়া ব্লকের রসুলপুরে। স্থানীয় সূত্রে খবর, মানি মার্কেটে কাজ করতেন রসুলপুরের বাসিন্দা অসিত হাজারি। মনে করা হচ্ছে সেই সময় কেউ বা কারা তার আধার কার্ড সহ পরিচয় পত্র জাল করে গুজরাটের সুপারি ব্যবসা করে আয়কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও আয়কর দপ্তর জানিয়েছে এই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আয়কর দপ্তরের আধিকারিকরা।

এই বিষয়ে অসিত বলেছেন, তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে গেছেন আয়কর কর্তারা। এছাড়াও অসিতের দাবি যে তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, একটা সময় চিটফান্ডের সাথে যুক্ত ছিলেন অসিত। সেই সময় অনেকের কাছ থেকে টাকা নিলেও তিনি পরে তা ফেরত দেননি। প্রাথমিকভাবে প্রতিবেশীরা মনে করেছিলেন যে এর পেছনে চিটফান্ডের কোন যোগ রয়েছে। এছাড়াও প্রতিবেশীদের বক্তব্য তৃণমূলের সাথে যুক্ত হলেও অসিতের মূল পেশা চাষবাস।

TMC leader raid

আয়কর হানা সম্বন্ধে অসিত বলেছেন, আজ সকালে কয়েকজন আমার বাড়িতে হানা দেয়। তারা বলছিল আমি নাকি আয়কর ফাঁকি দিয়েছি। আমি নাকি গুজরাটে সুপারি ব্যবসা করে ৩২ কোটি টাকা আয়কর দিইনি। এত পরিমাণ টাকার অংক শুনে আমি অবাক হয়ে যাই। ওরা আমার কাছে যা নথি চেয়েছিল আমি দিয়েছি। কোনও দিনই আমি সুপারি ব্যবসার সাথে যুক্ত নয়। আমাকে ওরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর