বাংলাহান্ট ডেস্ক : শেষ নিঃশ্বাস ত্যাগ (Death) করলেন বিজেপির (Bharatiya Janata Party) প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায় (Satyabrata Mookherjee)। বালিগঞ্জের বাড়িতে শুক্রবার সকালে প্রয়াত হন বিজেপির এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় তিনি বেশ কয়েক দিন ধরে ভুগছিলেন। বিজেপি নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
বলা বাহুল্য, বঙ্গ বিজেপির অন্দরে সত্যব্রত মুখোপাধ্যায় ছিলেন একটি পরিচিত নাম। পার্টির ঘনিষ্ঠবৃত্তে তিনি ছিলেন সকলের প্রিয় “জলুবাবু”। যে সময় বঙ্গ বিজেপির অবস্থা খুবই খারাপ সেই সময় তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন। দুঃসময়ে দলের রাজ্য সভাপতি ছিলেন। বিজেপির রাজ্য সভাপতি পদ সত্যব্রত বাবু সামলেছেন ২০০৮ সাল পর্যন্ত। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন সফল আইনজীবী।
জানা যায়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন ১৯৯৯ সালে। সেই সময় বিজেপি জোট করেছিল তৃণমূলের সাথে। বাজপেয়ী তার ঘনিষ্ঠ জলুবাবুকে একাধিক দফতরের প্রতিমন্ত্রী করেন। এরই সাথে তিনি সামলেছেন কেন্দ্র সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের পদ।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে তার ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আবার এই মুহূর্তে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল। সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে মুষড়ে পড়েছেন বঙ্গ বিজেপির সর্বস্তরের নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্ষীয়ান বিজেপি নেতার বাড়ি গিয়ে শোক জ্ঞাপন করেন। পাশাপাশি বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধীদলের বহু নেতাই শোক প্রকাশ করেন।