বিশ্ব শিরোপা পেল বাংলার পর্যটন! ‘দেশেরও গর্ব’, উচ্ছ্বাসে টুইট রাজ্যপালের

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মুকুটে নয়া পালক। বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড (Cultural Tourism Award) পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। জানা গিয়েছে, এবার বাংলার প্রতিনিধি হয়ে বার্লিনে যাচ্ছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakrabarty)। বিশ্ব শিরোপা বাংলার, আগেই নবান্ন সূত্রে খবর প্রকাশ্যে এসেছিল। এবার এই স্বীকৃতির কথা জানিয়ে টুইট করলেন বঙ্গের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কী লিখলেন টুইট এ? রবিবার এক টুইট করে সিভি বোস (Governor CV Ananda Bose) লেখেন, ২০২০ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে বলেছিলেন, ভারত হেরিটেজ টুরিজমের হাব হয়ে উঠবে। এই জাতীয় প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে বাংলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাত ধরে তা আজ উন্মোচিত হয়েছে। ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার ‘ বিভাগে বাংলার পুরস্কার জেতা জাতির জন্যও অত্যন্ত গর্বের।

পাশাপাশি তিনি আরও জানান, আগামী ৯ মার্চ ২০২৩ ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট হবে বার্লিনে। সেখানেই এই সম্মানে সম্মানিত করা হবে পশ্চিমবঙ্গকে। যা দেশের জন্যও অত্যন্ত গর্বের বিষয়। এই পুরস্কার আনতে নন্দিনী চক্রবর্তী বার্লিন যাচ্ছেন, আপাতত এমনটাই খবর মিলেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তী এতদিন রাজ্যপালের প্রধান সচিব পদে ছিলেন। তবে গত মাসে কোনো কারণে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়েও জলঘোলা কম হয়নি। রাজভবন তরফে তাকে অব্যাহতি দেওয়ার পর মন্ত্রী বাবুল সুপ্রিয়র দফতর পর্যটনের সচিবের দায়িত্ব পান নন্দিনী। এরপরই বাংলার এই স্বীকৃতির সম্মানপ্রদান অনুষ্ঠানে যাচ্ছেন নন্দিনী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর