ফের আত্মঘাতী হামলায় রক্তাক্ত পাকিস্তান! বালুচিস্তানে বিস্ফোরণে মৃত ৯ পুলিস কর্মী, আহত বহু

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার অগ্নিগর্ভ পাকিস্তান (Pakistan)। বেলুচিস্তানে এক ‘আত্মঘাতী’ বোম হামলায় (Suciede Bombing) অন্তত ৯ পুলিস সদস্য নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে বলে খবর। বোলনের কাম্ব্রি সেতুর কাছে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। অবশ্য, এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে জানা যাচ্ছে।

কাছির সিনিয়র পুলিস সুপারিনটেনডেন্ট মাহমুদ নোটেজাই জানান, বোলানের কামব্রি ব্রিজ এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে একে আত্মঘাতী বোমা হামলা মনে হচ্ছে বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সঠিক কারণ তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। এসএসপি মাহমুদ আরও বলেন, ‘হামলাকারী একটি মোটরবাইকে করে এসে বিস্ফোরণ ঘটায়। এতে ৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন।’

তিনি আরও জানান, ‘হামলার পর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া বিস্ফোরণের পর এলাকাটিতে তল্লাশি করা হচ্ছে।’ এদিকে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে বেলুচ বিদ্রোহী গোষ্ঠীর গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজসম্পদ শোষণের অভিযোগ এনে এই লড়াইয়ের দাবি তাদের।

pakistan

বর্ষীয়ান পুলিশ আধিকারিক আব্দুল হাই আমির বলেন, ‘একটি সপ্তাহব্যাপী গবাদি পশুর প্রদর্শনীতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিস কর্মীরা। সেখান থেকেই ফিরছিলেন তাঁরা। আর ফেরার পথেই ঘটে গেল এত দুর্ঘটনা। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা (Pakistan Economic Crisis) খুব খারাপ। দেশকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে ফের আইএমএফ-র কাছেই হাত পাততে হচ্ছে। এই আবহেও সেখানে বোমা হামলার ঘটনা শোনা যাচ্ছে।

খাইবার পাকতুনখাও এবং আফগান সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে দফায় দফায় হামলার প্রেক্ষাপটে এই আক্রমণ হলো। গত নভেম্বর মাসে নিষিদ্ধ ঘোষিত হওয়া তেহরিক-ই-তালেবানের সাথে আলোচনা ভেঙে যাওয়ার পর ওই জঙ্গি সংগঠন বেলুচিস্তানে ব্যাপক হামলা চালাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর