আমেরিকাকেও টেক্কা দেবে ভারতের এই পাঁচ এক্সপ্রেসওয়ে! নিরাপত্তা-সুবিধায় ফেল ইউরোপও

বাংলাহান্ট ডেস্ক: ভারতে (India) এই মুহূর্তে একাধিক বিশ্বমানের হাইওয়ে (Expressway) তৈরির কাজ চলছে। সুবিধা, সুরক্ষা ও গুণমানের দিক থেকে এগুলি সহজেই টেক্কা দিতে পারে ইউরোপ-আমেরিকার হাইওয়েগুলিকে। সম্প্রতি দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের একটি অংশ সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এছড়াও আরও একাধিক নতুন হাইওয়ে তৈরি হচ্ছে। যা সড়কপথে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় কমিয়ে আনবে অনেকটাই। 

এই হাইওয়েগুলির কেবল রাস্তার গুণমানই বিশ্বমানের হবে না। জায়গায় জায়গায় এটিএম, ফুড কোর্ট, শৌচাগার, হাসপাতাল এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা থাকবে। কোন কোন হাইওয়ে তৈরি হচ্ছে তার একটি তালিকা তৈরি করেছি আমরা। চলুন দেখে নেওয়া যাক এমন ৫টি সেরা হাইওয়ের তালিকা।

delhi mumbai expressway

১। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে মোট ১৩৮৬ কিলোমিটার দীর্ঘ। গত ১২ ফেব্রুয়ারি এই হাইওয়ের সোহনা-দৌসা-লালসোটের অংশটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই এক্সপ্রেসওয়েটি দিল্লি থেকে শুরু করে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং অন্যান্য আরও কিছু রাজ্য হয়ে মহারাষ্ট্রে ঢুকবে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাজ জোরকদমে চলছে। এর নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলে সড়কপথে দিল্লি থেকে মুম্বইয়ের দূরত্ব মাত্র ১২ ঘণ্টায় অতিক্রম করা যাবে। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ahmedabad dholera expressway

২। আমদাবাদ-ঢোলেরা এক্সপ্রেসওয়ে

আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ১০৯ কিলোমিটার দীর্ঘ আমদাবাদ-ঢোলেরা এক্সপ্রেসওয়েরও। চলতি বছরের জানুয়ারিতে এই প্রকল্পের ২১ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। এই হাইওয়েটি ১২০ মিটার চওড়া। এর মধ্যে ৯০ মিটার জুড়ে একটি এক্সপ্রেসওয়ে থাকবে এবং বাকি ৩০ মিটার অংশ জুড়ে থাকবে রেললাইন। যেখান দিয়ে ভবিষ্যতে বুলেট ট্রেন ছুটতে দেখা যাবে। 

amritsar jamnagar expressway

৩। অমৃতসর-জামনগর এক্সপ্রেসওয়ে

পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটকে সংযোগ করবে এই হাইওয়েটি। উত্তর ভারতের গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষি কেন্দ্রগুলিকে পশ্চিম ভারতের কান্ডলা ও জামনগরের বন্দরগুলির সঙ্গে জুড়বে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই এই এক্সপ্রেসওয়েটি খুলে যেতে পারে। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। এই এক্সপ্রেসওয়েটির ফলে অমৃতসর ও জামনগরের মধ্যে যাত্রার সময় অর্ধেক হয়ে যাবে। ১২২৪ কিলোমিটারের এই যাত্রাপথ পেরোতে সময় লাগবে মাত্র ১৩ ঘণ্টা।

dwarka expressway

৪। দ্বারকা এক্সপ্রেসওয়ে

ভারতমালা প্রকল্পের অধীনে এনসিআর-এ তৈরি হচ্ছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। এটিই দেশের প্রথম এলিভেটেড আর্বান এক্সপ্রেসওয়ে। অর্থাৎ গোটা এক্সপ্রেসওয়েটিই ফ্লাইওভারের উপর দিয়ে যাবে। এই এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ২৯ কিলোমিটার। মোট ১৬টি লেন রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়েতে। 

varanasi kolkata expressway

৫। বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে

উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়তে তৈরি হচ্ছে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে। এর ফলে বারাণসী থেকে কলকাতা মাত্র ৭ ঘণ্টায় পৌঁছনো সম্ভব হবে। বর্তমানে এই ৬১০ কিলোমিটার রাস্তায় চলাচল করতে সময় লাগে ১৪ ঘণ্টা। এই আট লেন এক্সপ্রেসওয়েটির বেশিরভাগটিই থাকবে পশ্চিমবঙ্গে। তবে এটির নির্মাণ সম্পূর্ণ হলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের জন্য লাভ হবে। 

Subhraroop

সম্পর্কিত খবর