পুলিশের গাড়িতে ছোড়া হল বোমা, দুষ্কৃতী ধরতে গিয়ে জখম কালীগঞ্জের ওসি-সহ ৩ পুলিশকর্মী 

বাংলা হান্ট ডেস্ক: আসামীর হামলার মুখে নদিয়ার (Nadia) কালীগঞ্জ (Kaliganj) থানার পুলিশ। পুলিশ কর্মীদের লক্ষ্য করে দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে পড়ল বাহিনীর গাড়িতে। সেই বোমার আঘাতে জখম হলেন থানার ওসি (OC)-সহ তিন পুলিশকর্মী (Police)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে। ভয়াবহ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

কী ঘটেছিল? সোমবার পুরনো একটি মামলায় আসামি ধরতে মিলিন্দি গ্রামে অভিযান চালাচ্ছিল পুলিশ। রাত ন’টা নাগাদ অভিযানের নেতৃত্বে থাকা কালীগঞ্জ থানার ওসি সৌরভ চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার সেখানে পৌঁছায়।

জানা গিয়েছে, প্রথমে অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিশ। কিন্তু তারপর গাড়িতে তোলার সময় তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। ছোড়া হয় দেদার বোমা। মোলান্দি স্কুলপাড়া এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। পালতা পুলিশও শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে খবর।

bombing

দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন কালীগঞ্জ থানার ওসি-সহ দুই পুলিশকর্মী। গুরুতর জখম অবস্থায় ওসি সৌরভ চক্রবর্তীকে তড়িঘড়ি একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। বাকি তিন পুলিশকর্মী বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এলাকায়।

ঘটনার পর কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, “ওসি আঘাত পেয়েছেন। এই মুহূর্তে এলাকা জুড়ে অভিযান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” অন্যদিকে, পুলিশের ওপর বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর