বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর বাকি মাত্র ২৫ দিন। তারপরেই তিন বছরের অস্বস্তির অবসান ঘটিয়ে চিরাচরিত নিয়মে আরম্ভ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। করোনার ভ্রূকুটির কারণে গত তিন বছর নির্দিষ্ট হোম-অ্যাওয়ে ফরম্যাটে আয়োজন করা যায়নি এই মিলিয়ন ডলার লিগটি। এখন ফের একবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজ নিজ সমর্থকদের সামনে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই ব্যাপারে সবচেয়ে বেশি উল্লসিত মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল চেন্নাই সুপার কিংসের (CSK) সমর্থকরা।
এটি হতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির সম্ভাব্য শেষ আইপিএল। ৪১ বছর বয়সী তারকা গত বছরেই নিজের আইপিএল কেরিয়ারে ইতি টানতে পারতেন, কিন্তু তিনি জানিয়েছিলেন যে চেন্নাইয়ের চিপকে, সিএসকে সমর্থকদের সামনে না খেলে আইপিএলকে বিদায় জানানো তাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই এই মরশুমেও ব্যাট হাতে এবং উইকেটের পেছনে গ্লাভস হাতেও দেখা যাবে মাহিকে।
ইতিমধ্যে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। পুষ্প বৃষ্টি করে তাকে বরণ করে নেওয়া হয়েছে সেখানে। সারা বছর ক্রিকেটের থেকে দূরে থাকেন তিনি। তাই একমাস আগে থেকেই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বয়স অনেকটাই বেড়েছে। এই বয়সে গতিশীল ফাস্ট বোলারদের বা রহস্য স্পিনারদের সামলাতে গেলে অনুশীলনে বাড়তি সময় দিতেই হবে ক্যাপ্টেন কুলকে।
ইতিমধ্যে তার একটি নেট প্র্যাক্টিসের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে স্পিনারদের বিরুদ্ধে বড় বড় ছক্কা মারছেন মাহি। সেই ভিডিওটি দেখে এখন থেকেই আশাবাদী হতে শুরু করেছেন সিএসকে সমর্থকরা। ব্যাট হাতে কয়েকদিন পর হয়তো ওই অবতার লাইভ ম্যাচ এই দেখা যাবে। কেউ কেউ ইয়ার্কি করে বলতে শুরু করেছেন যে ধোনি যতগুলি ছক্কা মারছেন নেটে ততগুলি যদি তিনি লাইভ ম্যাচে মারতে পারেন তাহলে এবার আর শতরানও অধরা থাকবে না তার।
Glimpse of CSK Training @MSDhoni @ChennaiIPL #WhistlePodu pic.twitter.com/Bk3fD5Ufib
— DHONI Era™ (@TheDhoniEra) March 3, 2023
গত আইপিএলে ব্যাট হাতে ভালোই ছন্দ ছিলেন মাহি। প্রথম ম্যাচেই করেছিলেন অর্ধশতরান। নিজের ব্যাট হাতে ভালো ছন্দে থাকলেও যাদেজা এবং তার অধিনায়কত্বে গত মরশুমে মুখ থুবড়ে পড়েছিল সিএসকে। এই মরশুমে এখনো পর্যন্ত অন্য কারোর অধিনায়ক হওয়ার খবর পাওয়া যায়নি তাই আশা করা যায় গোটা মরশুমেই নেতৃত্বের দায়িত্ব থাকবে ধোনির হাতেই।