দোলের দিন শান্তিনিকেতনে জাস্টিস গঙ্গোপাধ্যায়! সেলফি তোলার হিড়িক, উঠল ‘বাংলার বাঘ’ স্লোগান

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে বাংলার মাটিতে দাঁড়িয়ে সর্বাধিক চর্চিত নাম গুলির মধ্যে একটি নিঃসন্দেহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আদালতে জমে থাকা পাহাড়প্রমান দুর্নীতি মামলার একে একে রায় দিচ্ছেন বিচারপতি। রাজ্যের মানুষের কাছে তিনি আইকনও বটে। তবে এজলাস, মামলা বাদ দিয়ে দোলের ছুটি কাটাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে (Shantiniketan) বিচারপতি গঙ্গোপাধ্যায়।

দোল পূর্ণিমায় বিচারপতিকে সামনে পেয়ে আবেগতাড়িত সেখানের বহু মানুষ। মঙ্গলবার সকালে সাদা পায়জামা পায়জামা পঞ্জাবি পরে শান্তিনিকেতনের রাস্তায় বেরোন তিনি। সেখানেই স্থানীয় এক চায়ের দোকানে বসে গেলেন চা খেতে। বিচারপতিকে চিনতে পেরে ভীড় করেন স্থানীয় মানুষেরা। কেউ কেউ আবার পা ছুঁয়ে প্রণামও করলেন তাকে।

রঙের উৎসবে কিছুসময় অবসর পেয়ে সোমবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর দোলের সকালেই বেরিয়ে পড়েন উৎসব উপভোগ করতে। চায়ের দোকান থেকে বেরিয়ে বিচারপতির গন্তব্য ছিল সোনাঝুরি। সেখানে বিচারপতিকে সামনে পেয়ে কেউ কেউ সন্মান জানিয়ে “বাংলার বাঘ” বলে স্লোগান দেন। অনেকেই আবার তার সাথে নিজস্বী তুলতে ব্যস্ত হয়ে যান।

justice ganguly

প্রসঙ্গত, এই প্রথম নয় গত শনিবার পুরুলিয়া জেলা আদালতেও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ঘিরে পড়ুয়া ও আইনজীবীদের উন্মাদনা ছিল দেখার মতো। জোনাল জাজ হিসাবে দায়িত্ব পাওয়ার পর তার অধীনে থাকা পুরুলিয়া জেলা আদালতে একটি ওয়াটার পিউরিফায়ারের উদ্বোধন করতে সেখানে যান বিচারপতি।

সেখানেও বিচারপতিকে দেখতে ভীড় জমে। চিত্রতারকাদের একবার দেখতে যেমন ফ্যানদের হিড়িক পড়ে ঠিক তেমনি বিচারপতির সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুরুলিয়া আদালত চত্বরে। সেখানে উপস্থিত আইনের পড়ুয়া থেকে আইনজীবী সকলেই একটি বার সেলফি নিতে চান বিচারপতির সঙ্গে। সেই সময়ও সকলের আবদার সাদরে মেটান এই দুঁদে আইনজীবী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর