শবে বরাত উৎসবের মাঝেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা! মৃত ৮, আহত শতাধিক

বাংলাহান্ট ডেস্ক: একদিকে হিন্দু ধর্মাবলম্বীরা আজ দোল উৎসব পালনে মেতে উঠেছে। অন্যদিকে মুসলিমদেরও আজ শবে বরাত উৎসব। দুই ধর্মের উৎসব পালনে যখন ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুশির আবহাওয়া তখনই ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। দোল উৎসব ও শবে বরাত পালনের মাঝেই ভয়াবহ বিস্ফোরণে (Dhaka Blast) কেঁপে উঠল ঢাকার গুলিস্তান এলাকা। 

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের উল্টোদিকে সিদ্দিক বাজারের কাছে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে। এর জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন শতাধিক মানুষ। সিদ্দিক বাজারের বিআরটিসির বাস কাউন্টারের পাশে অবস্থিত বাদশা ট্রেডিং সেন্টার নামে একটি ৭ তলা আবাসন। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টে ৫০ নাগাদ সেখানেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে।

dhaka blast

বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের কাঁচ ভেঙে গুরুতর জখম হন ভিতরে থাকা যাত্রীরা। এছাড়াও রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি ভ্যান রিক্সার চালক এবং পথচারীরাও গুরুতরভাবে আহত হন। যেখানে এই বিস্ফোরণ হয় সেই এলাকায় বেশিরভাগই স্যানিটারি দোকান। দোল ও শবে বরাত উপলক্ষে জিনিসপত্র কেনার জন্য এলাকায় এমনিতেই ভিড় ছিল।

 

দোকানগুলিতেও প্রচুর মানুষ ছিলেন। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত ঢাকার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাণ হারান আরও ২ জন। ঢাকার দমকল সূত্রে খবর, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলের একটি দল। সেখানে গিয়ে তারা একজনের মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কা করা হচ্ছে, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। বিস্ফোরণ থেকে লেগে যাওয়া আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশবাহিনী। একইসঙ্গে পৌঁছেছে বম্ব স্কোয়াডের একটি দলও। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন তাঁরা। যে আবাসনে বিস্ফোরণটি হয়েছে সেখানে উপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাঙ্কের অফিস আছে। বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে কী থেকে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। 

Subhraroop

সম্পর্কিত খবর