পঞ্চায়েতের আগেই মমতার মাস্টারস্ট্রোক, একই সাথে বহু সরকারি দপ্তরে হবে কয়েক হাজার নিয়োগ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। তার আগেই বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের আগে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কয়েক হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, সর্বাধিক নিয়োগ (Recruitment) হতে চলেছে সংখ্যালঘু দপ্তরে।

সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যেরা। জানা গিয়েছে, সেখানেই রাজ্য তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংখ্যালঘু দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন সরকারী মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে বিপুল সংখ্যক নিয়োগ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী মোট ১৭২৯ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। পাশাপাশি গ্রন্থাগার দপ্তর ও স্পেশ্যাল হোমগার্ড পদেও বহু সংখ্যক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

আর কোন কোন দফতরে নিয়োগ? খবর অনুযায়ী গ্রুপ-ডি এবং সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ হতে চলেছে। গ্রামীণ গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। মোট আসন সংখ্যা ৭৩৮। একজোটে নিয়োগের পরিমান নিয়ে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, সিপিএমের আমলে কয়েক দশক ধরে লাইব্রেরিতে কোনও নিয়োগ হয়নি, এই পরিস্থিতিতে নিয়োগের প্রয়োজনীতা মাথায় রেখে এবার গ্রামীণ গ্রন্থাগারে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মমতা সরকার।

mamata

আরও জানা গিয়েছে, বান্দোয়ান ও আলগোড়ায় দু’টি একলব্য বিদ্যালয় তৈরির কাজ চলছে। সেখানেও সহকারী শিক্ষক-সহ বিভিন্ন পদে নিয়োগ হবে। মোট ৭৪টি নতুন পদ তৈরি করা হয়েছে। যার মধ্যে স্পেশ্যাল হোমগার্ড পদে নিয়োগ করা হবে মোট ২৪ জনকে। সূত্রের খবর, এই ২৪ টি পদের মধ্যে ২২ জনকে নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলায়। যাদের সকলকেই প্রাক্তন মাওবাদী থেকে নিয়োগ করা হবে। বাকি দুটি পদের জন্য দু’জন প্রাক্তন কেএলও জঙ্গিকে নিয়োগ করা হবে উত্তরবঙ্গের কোচবিহারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর