রাতারাতি কোটিপতি, সবজি বিক্রেতার অ্যাকাউন্টে ঢুকল ১৭২ কোটি টাকা! তারপরে যা হল …

বাংলা হান্ট ডেস্ক: সবজি বিক্রির মাধ্যমে কোনোমতে হয় দিন গুজরান। কিন্তু, আচমকাই সেখান থেকে হয়ে গিয়েছেন রীতিমতো কোটিপতি। আর তারপর থেকেই ঘুম উড়ে গিয়েছে এক সবজি ব্যবসায়ীর। শুধু তাই নয়, তার সাথে হতে হচ্ছে ভোগান্তির শিকারও। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর বিজয় রাস্তোগি নামে এক সবজি বিক্রেতা ফোনে একটি মেসেজ পান। আর সেখান থেকেই সূত্রপাত ঘটনার।

ওই মেসেজ অনুযায়ী জানা যায় যে, তাঁর অ্যাকাউন্টে আচমকাই জমা পড়েছে ১৭২ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এই বিপুল অঙ্কের টাকা অ্যাকাউন্টে দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় বিজয়ের। এদিকে, কিভাবে তাঁর অ্যাকাউন্টে এত টাকা চলে এল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তরও।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই সবজি বিক্রেতা উত্তরপ্রদেশের মাইগর রাইপাত্তির বাসিন্দা। সবজি বিক্রির মাধ্যমেই স্ত্রী ও সন্তানকে নিয়ে দিন গুজরান করছিলেন তিনি। কিন্তু হঠাৎই তাঁর অ্যাকাউন্টে ১৭২ কোটি টাকা জমা পড়ে। এমতাবস্থায়, বিজয় দাবি করেছেন যে ওই অ্যাকাউন্টটি তিনি খোলেননি।

এমনকি, কেউ তাঁর প্যান কার্ড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নকল করে এই অ্যাকাউন্টটি খুলেছে বলেও অনুমান করা হচ্ছে। যদিও, কে বা কারা এই কাজ করতে পারে সে বিষয়ে নির্দিষ্টভাবে তিনি কিছুই বলতে পারছেন না। তবে, বিজয়ের অ্যাকাউন্টে এই বড় অঙ্কের লেনদেনের বিষয়টি নজরে পড়ে আয়কর দপ্তরেরও।

MONEY NEWS 1 5

তারপর থেকেই তদন্ত শুরু করে তারা। এমন পরিস্থিতিতে, প্রাথমিক তদন্ত অনুযায়ী উঠে এসেছে যে, অনলাইন মারফত ওই বিপুল অঙ্কের অর্থ অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। তবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিজয়কে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর