আচমকাই লাইনচ্যুত ট্রেন, মুহূর্তেই দুমড়ে মুচরে গেল আস্ত একটা কামরা! মৃত একাধিক

বাংলাহান্ট ডেস্ক : মিশরের (Egypt) রাজধানী কায়রোয় (Cairo) মঙ্গলবার মধ্যরাতে ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় শহরের উত্তর দিকের একটি ট্রেন। ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যাওয়ার পর একেবারে দুমড়ে মুচড়ে যায়। জানা গিয়েছে এই দুর্ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে ২ জনের। আহত কমপক্ষে ১৬ জন।

ইতিমধ্যেই তৎপরতার সাথে শুরু হয়েছে উদ্ধার কাজ। মিশর সরকার জানিয়েছে ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাতে একটি ট্রেন কায়রোর উত্তরে কোয়ালিউব স্টেশন থেকে নাইল ডেলটার মেনাউফ শহরের দিকে যাচ্ছিল। সেই সময় ঘটে যায় এই দুর্ঘটনা। হঠাৎই লাইনচ্যুত হয় ট্রেন।

কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না কেউ। মিশর সরকার ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধারের জন্য পাঠানো হয় ২০টি অ্যাম্বুলেন্স। ইতিমধ্যেই এই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরছে।

কিভাবে উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করছে সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের জানলা কেটে উদ্ধারকারী দল যাত্রীদের উদ্ধার করছে। প্রসঙ্গত, মাঝে মধ্যেই ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকে মিশর। ২০২১ সালে দক্ষিণ মিশরে দুটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৩২ জনের।

 

কোয়ালিউবিয়াতেও ওই বছর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১১ জনের। সমসাময়িক সময় সবথেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০২ সালে। কায়রো থেকে দক্ষিণ মিশরের উদ্দেশ্যে যাওয়া একটি ট্রেনে আগুন লেগে মৃত্যু ঘটে প্রায় ৩০০ জন যাত্রীর। অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাব ও অদক্ষতার জন্যই মিশরে এই ধরনের রেল দুর্ঘটনা ঘটে থাকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর