‘আমি বিধর্মী নই”, মন্দির চত্বরে মটন নিয়ে যেতে অস্বীকার Swiggy ডেলিভারি বয়ের

বাংলা হান্ট ডেস্ক : মন্দির এলাকার ভিতরে মাটন কোর্মা ডেলিভারি দিতে অস্বীকার করায় চাকরি চলে গেল এক ডেলিভারি বয়ের। জানা যাচ্ছে, দিল্লির (Delhi) কাশ্মীর গেটে অবস্থিত বিখ্যাত মারঘাট বাবা হনুমান মন্দির (Hanuman Temple) কমপ্লেক্সের কাছে মাটন কোরমা পৌঁছে দিতে অস্বীকার করেছিলেন তিনি। শচীন পাঞ্চাল (Sachin Panchal) নামে ওই ডেলিভারি বয়ের সঙ্গে কথোপকথনের ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশে।

ভিডিও সামনে ডেলিভারি বয় মন্দির চত্বরের বাইরে দাঁড়িয়ে কাস্টমারকে বলছিলেন যে তিনি চাইলে বাইরে এসে অর্ডার সংগ্রহ করতে পারেন। কিন্তু ক্রেতা বাইরে না এসে মন্দির চত্বরে মাটন কোরমা ডেলিভারি চেয়েছিলেন। ওই খাবারই দিতে অস্বীকার করেন শচীন।

একটি ভিডিওতে, শচীন পাঞ্চালকে মন্দির কমপ্লেক্সের লোহার বার গেটের বাইরে দাঁড়িয়ে মাটন কোরমা হাতে খাওয়ার অর্ডার নিয়ে দেখা যাচ্ছে। ডেলিভারি লোকেশন দেখাচ্ছিল যমুনা বাজার, হনুমান মন্দির। ভিডিওতে দেখা বিল অনুসারে, ঘটনাটি ঘটে ১ মার্চের।

swiggy 2

সুইগি ডেলিভারি বয় শচীন পাঞ্চাল মাটন কোর্মার অর্ডারটি তার গন্তব্যে পৌঁছে দিতে অস্বীকার করেছিল কারণ এটি পুরানো দিল্লির কাশ্মীরে গেটে মারঘাট হনুমান মন্দিরের মন্দির কমপ্লেক্সের ভিতরে ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়া সুইগি বয়ের দায়িত্ব। কিন্তু শচীন পাঞ্চাল তা করেন নি। সুইগি তাঁকে বরখাস্ত করে। জানা যাচ্ছে, সুইগির এই সিদ্ধান্তের বিরুদ্ধে শচীন পাঞ্চাল আপত্তি জানান। তিনি সুইগি কোম্পানির কাস্টমার কেয়ার এবং ফোনে অর্ডার বুক করা গ্রাহক উভয়ের মুখোমুখি হয়েছিলেন।

বিষয়টি সামনে আসার পর হনুমান মন্দির কর্তৃপক্ষের ডেকে পাঠায় শচীনকে। তাঁকে অভিনন্দিত ও পুরস্কৃত করেন মন্দিরের সচিব। তাঁরা দাবি, ‘হিন্দু ধর্মের ঐতিহ্য রক্ষা করার জন্য এই কাজ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। সমস্ত হিন্দুকেই এভাবে নিজেদের ধর্ম রক্ষায় এগিয়ে আসা উচিত। এই যুবকের চাকরি চলে গেছে। তাই এই যুবককে এবার মন্দিরের সেবাদার হিসেবে নিয়োগ করা হল।’

Sudipto

সম্পর্কিত খবর