বাংলাহান্ট ডেস্ক: ভারতে পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষ বিকল্প জ্বালানির দিকে ঝুঁকেছেন। এই সুযোগে হুহু করে বিক্রি বেড়েছে ইলেকট্রিক গাড়ির (Electric Vehicle)। বিশেষত দু’চাকার ইলেকট্রিক গাড়ির বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। বাজারে বেশ কিছু নতুন সংস্থাকে প্রবেশ করতে দেখা গিয়েছে। একইসঙ্গে পুরোনো সংস্থাগুলিও তাঁদের নতুন ইলেকট্রিক স্কুটি ও বাইক এনেছে।
পাশাপাশি, দূষণ কমাতে সরকারের তরফেও ইলেকট্রিক গাড়ির প্রচার করা হচ্ছে। বেশ কিছু রাজ্যে ইলেকট্রিক স্কুটার ও গাড়ির উপর ভর্তুকিও ঘোষণা করা হয়েছে। তাই সাধারণ মানুষও আরও বেশি করে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। সব মিলিয়ে ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার চাঙ্গা হচ্ছে। ভারত এমনিতেই দু’চাকার গাড়ির জন্য অন্যতম বৃহত্তম বাজার। তাই সেখানে ইলেকট্রিক স্কুটার যে ভাল ব্যবসা করতে পারে তা বলাই বাহুল্য।
ফেব্রুয়ারিতে রেকর্ড বিক্রি হয়েছে ইলেকট্রিক স্কুটারের। এই সেগমেন্টটিতে চুটিয়ে ব্যবসা করেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। গোটা ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই স্কুটার। গত মাসে ওলা ইলেকট্রিক ১৭ হাজার ৬৪৭টি ইউনিট বিক্রি করেছে। গত বছর একই সময়ে তারা বিক্রি করেছিল মাত্র ৩ হাজার ৯১০টি ইউনিট। অর্থাৎ তাদের বিক্রি ৩৫১.৩৩ শতাংশ বেড়েছে। গত বছরের থেকে এ বছর ১৩ হাজার ৭৩৭টি বেশি ইউনিট বিক্রি হয়েছে।
তবে চলতি বছরের জানুয়ারিতে এর থেকেও বেশি ইউনিট বিক্রি হয়েছিল। জানুয়ারি মাসে ওলা ইলেকট্রিক ১৮ হাজার ২৪৫টি ইউনিট বিক্রি করেছিল। চলতি ফেব্রুয়ারিতে ওলা ইলেকট্রিকের YoY মার্কেট শেয়ার ছিল ১.৩৯ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে এটি ছিল ০.৩৫ শতাংশ। অর্থাৎ অনেকটাই ভাল ব্যবসা করতে পেরেছে তারা।
ওলা ইলেকট্রিকের পরে রয়েছে এথার এনার্জি। তাদের বিক্রি ৩৪৭.০২ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারিতে তারা ৯ হাজার ৯৮২ ইউনিট স্কুটার বিক্রি করেছিল। গত বছর একই সময়ে তারা বিক্রি করেছিল ২ হাজার ২৩৩ ইউনিট। তাদের YoY বিক্রি ৩৫.০৬ শতাংশ বেড়েছে। অ্যাম্পেয়ারের বিক্রিও ৩৫.০৬ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারিতে তারা বিক্রি করেছিল ৫ হাজার ৮৩৯টি ইউনিট। গত বছর একই সময়ে তারা বিক্রি করেছিল ৪ হাজার ৩০৬টি ইউনিট।