এবার একসাথে ওপেনিং করবেন বিরাট কোহলি ও ধোনি! জানুন কোন দলের হয়ে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মরশুম শুরুর আগে ঢাকঢোল পিটিয়ে দল গঠন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কিন্তু মহিলা আইপিএল (WPL) শুরু হওয়ার পর দেখা গেল মহিলা আরসিবি দলের অবস্থাও পুরুষ আরসিবি দলের মতনই সঙ্গীন। দলে রয়েছেন ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দলের সবচেয়ে বড় তারকা মহিলা ক্রিকেটাররা। কিন্তু তাও মহিলা আইপিএল খেলতে নেমে নিজেদের প্রথম দুটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল।

তবে এই নিয়ে যাতে দলের মনোবল ভেঙে না পড়ে সেই জন্য দলের মহিলা ক্রিকেটারদের উদ্দেশ্যে নানান রকম ইভেন্ট আয়োজন করছে আরসিবি ম্যানেজমেন্ট। তেমনি ম্যানেজমেন্টের আয়োজিত একটি প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার অ্যালিসা পেরি (Ellyse Perry)। সেখানে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবং বিরাট কোহলি (Virat Kohli) সংক্রান্ত একটি প্রশ্নের চমকপ্রদ উত্তর দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন অজি তারকা।

ellyse perry

যদি বিশ্বের কোনও ক্রিকেটপ্রেমীকে প্রশ্ন করা হয় বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্য থেকে একজনকে বেছে নিতে তাহলে সেটা কার কাছে অত্যন্ত কঠিন প্রশ্ন হবে। পেরিকেও এই প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল এই প্রশ্নোত্তর পর্বে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বিরাট কোহলি এবং ধোনির সঙ্গে এক দলে খেললে নিজের ওপেনিংয়ের সঙ্গী হিসেবে কাকে বেছে নিতে পছন্দ করবেন।

এই প্রশ্নের উত্তর একজন বুদ্ধিমানের মতোই দিয়েছেন অজি তারকা। তিনি বলেছেন যদি তারা এক দলে আমার সঙ্গে থাকে তাহলে আমি নিজে ওপেনিং করবোই না। তাদের দুজনকে একসাথে ওপেন করতে পাঠিয়ে দেব এবং আমি নিজে মাঠের বাইরে বসে তাদের পারফরম‍্যান্স উপভোগ করব। ক্রিকেটভক্তরা পেরির এই বুদ্ধিদীপ্ত উত্তর বেশ পছন্দ করছেন।

তবে দলের প্রথম দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে তেমন বড় কোন ইনিংস খেলতে পারেননি পেরি। দুই ম্যাচ মিলিয়ে এখনো তিনি ব্যাট হাতে মাত্র ৪৪ রান করেছেন। বল হাতে এখনো কোন আইপিএল উইকেট পাননি তিনি। আজ লিগ টেবিলের একদম নীচে থাকা গুজরাট জায়ান্টসের মুখোমুখি হচ্ছে তার দল আরসিবি। সেখানে জ্বলে ওঠে দলকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে মরিয়া থাকবেন অজি তারকা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর