বিধ্বংসী অগ্নিকাণ্ড জগন্নাথ ধামে! মন্দির সংলগ্ন শপিং মলে জোরকদমে চলছে উদ্ধারকাজ

বাংলাহান্ট ডেস্ক : এবার অগ্নিকাণ্ডের (Fire Accident) ঘটনা ঘটল জগন্নাথ ধামে। বুধবার রাতে হঠাৎই পুরীর মন্দির (Puri Temple) চত্বর সংলগ্ন একটি বাজার এলাকায় আগুন লেগে যায় । ১২ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি সেই আগুন। শতাধিক দমকল কর্মী (Fire Brigade) ও উড়িষ্যার বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে ঘটনাস্থলে। তারা আগুন নিয়ন্ত্রণ করার কাজ চালিয়ে গেলেও তারা এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলতে পারেননি যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আর কতক্ষণ লাগবে।

একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বাজার সংলগ্ন এলাকার কয়েকটি হোটেল। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে চল্লিশটির বেশি দোকান। জানা গিয়েছে, বুধবার রাত আটটা নাগাদ প্রথম আগুন লেগেছিল গ্র্যান্ড রোডের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের একটি কাপড়ের দোকানে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাজারের অন্যত্র।

বৃহস্পতিবার সেই আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪০ টি দোকান। যে সময় আগুন লাগে সেই সময় বহু পর্যটক হাজির ছিলেন বাজার চত্বরে। তাঁদের উদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন দমকল কর্মীরা। দমকল জানিয়েছে বাজার থেকে সমস্ত পর্যটককেই উদ্ধার করা গিয়েছে। এছাড়াও বাজার সংলগ্ন হোটেলগুলি থেকে পর্যটকদের অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

Fire accident

দমকল বাহিনী সূত্রে খবর, ওই বাজার চত্বরে বেশ কিছু গ্যাস সিলিন্ডারও মজুত করা ছিল। সেই সব সিলিন্ডার দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ব্যারিকেড করে চালানো হচ্ছে আগুন নেভানোর কাজ। প্রশাসনের আশ্বাস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর