বাংলাহান্ট ডেস্ক : দেবের (Dev) পরবর্তী ছবি বাঘা যতীনের (Baghajatin Movie) শুটিং চলছে। এই শুটিং চলাকালীন আহত হয়েছিলেন অভিনেতা দেব। বাংলার এই সুপারস্টার আঘাত পেয়েছিলেন চোখে। দোলের দিন তিনি সতীর্থদের সাথে নিয়েই হাজির হয়েছিলেন নেট পাড়ায় (Social media)। সবাই রং মাখলেও তিনি মাখেননি। দেবের চোখে ছিল ব্যান্ডেজ। সামান্য আবির ছিল তার গালে। দেবের এই অবস্থা দেখে গুঞ্জন উঠতে শুরু করে ভক্তদের মনে।
কিন্তু এখন দেব কেমন আছেন? অভিনেতা নিজেই সে কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “অনেক ধন্যবাদ সবার ভালোবাসা ও শুভকামনার জন্য। এখন আমি ভালো আছি।” এরই সাথে দেব বলেন, “দর্শকদের সেরা সিনেমাটিক এক্সপেরিয়েন্স আমরা দিতে চাই এই বছরের পুজোয়। আশা করছি আমাদের পরিশ্রমের ফসল আপনাদের ভালো লাগবে।”
দেবের এই পোস্ট দেখে স্বস্তি ফিরেছে ভক্তদের মনে। দেবকে সরোদ শিল্পী সৃঞ্জয় মুখোপাধ্যায় লিখেছেন, “ভালো থেকো দাদা। অল দ্যা বেস্ট।” এছাড়াও এক অনুরাগী লিখেছেন, “আপনাকে নিয়ে আমাদের গর্ব হয়। আপনাকে ঈশ্বর ভালো রাখুন।” আরো এক অনুরাগীর কথায়, “আপনাকে আমরা সবাই ভালোবাসি। বাঘা যতীনের অপেক্ষায় রয়েছি।”
উড়িষ্যায় দেবের পরবর্তী প্রযোজিত ছবি বাঘা যতীনের শুটিং চলছে। এক সাক্ষাৎকারে কিছুদিন আগে দেব বলেছিলেন, “সকলের জানা উচিত বাঘা যতীনের সাহস ও হিরোইজমের কথা। প্রচুর টাকা ব্যয় করছি এই ছবির জন্য। জাতীয় স্তরের ছবির অভিজ্ঞতা দেবে এই ছবি।” দেবের দাবি, এই ছবিটি বাংলার দর্শকদের কাছে অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসবে।