বাংলাহান্ট ডেস্ক : নীনা গুপ্ত (Nina Gupta) প্রেমে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের। নিজেদের প্রেমের সম্পর্ক এবং ওয়ান নাইট স্ট্যান্ড এর কথা কখনোই লুকিয়ে রাখেননি নীনা। রিচার্ডস নীনাকে বিয়ে করতে অস্বীকার করলেও কুমারী মা হতে চেয়েছিলেন তিনি। এরপর জন্মও দিয়েছিলেন সন্তানের। সময়টা ১৯৮৯ সালের। সেই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না।
সেই সময় অন্তঃসত্ত্বা নীনার পাশে দাঁড়িয়েছিলেন সতীশ কৌশিক (Satish Kaushik)। নীনা নিজের আত্মজীবনী ‘সচ কহু তো’-তে লিখেছেন সতীশের সাথে তার বন্ধুত্বের কথা। ‘জানে ভি দো ইয়ারো’ ছবিতে (Movie) সেই সময় একসাথে কাজ করছেন নাসির উদ্দিন শাহ, সতীশ কৌশিক ও নীনা। ওই সময় চারদিকে তখন জোর গুঞ্জন চলছে নীনার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে নিয়ে।
বিভিন্ন গসিপ ম্যাগাজিনে লেখালেখি হচ্ছে নীনাকে নিয়ে। আত্মজীবনীতে নীনা লিখেছেন, “সেই সময় তার পাশে দাঁড়াতে চেয়েছিলেন সতীশ কৌশিক। বিয়ে করতে চেয়েছিলেন তাকে। তার সন্তান যদি কৃষ্ণ বর্ণের হয় তাতেও কোন ক্ষতি নেই বলেছিলেন কৌশিক। সতীশ বলেছিল, বলে দিও ও আমার সন্তান। সন্তানের জন্ম হওয়ার আগেই আমরা বিয়ে করে নিতে পারি।”
সতীশ নীনার সাথে বন্ধুত্বের সম্পর্কের কথা বলতে গিয়ে একবার বলেছিলেন, “১৯৭৫ সাল থেকে আমরা বন্ধু। সেই সময় বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়া সহজ কাজ নয়। কুর্নিশ জানাতে হয় নীনাকে। ও যাতে একাকিত্বে না ভোগে তাই ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আত্মজীবনীতে ও যা লিখেছে তাতে আমার প্রতি ওর স্নেহ প্রকাশ পেয়েছে। আমার প্রস্তাব শুনে সেদিন ও কেঁদে ফেলেছিল।”