অজস্র ফলোয়ার থাকলেও রতন টাটা নিজে ফলো করেন একজনকেই! সেটা কে? পরিচয় জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : রতন টাটা (Ratan Tata) আমাদের দেশের অন্যতম প্রসিদ্ধ একজন ব্যবসায়ী (Businessman)। তার আমলে টাটা গ্রুপ নতুন উচ্চতায় পৌঁছেছে। ব্যবসার সাথে সাথে দেশের মর্যাদাকেও তিনি নিয়ে গেছেন নতুন শিখরে। বেশিরভাগ মানুষই রতন টাটাকে অত্যন্ত শ্রদ্ধা করে। আজও বহু মানুষের কাছে তিনি একজন শ্রদ্ধার পাত্র। ভারত সরকার তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে তাকে ভূষিত করে।

টাটা সন্সের চেয়ারম্যান ৮৫ বছর বয়সী রতন টাটা এখনো অ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায় (Social media)। জীবনের নানা মুহূর্ত তিনি শেয়ার করেন ইনস্টাগ্রামে। জীবনের ফেলে আসা স্মৃতি কথা তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। মূলত, নিজের স্পেশাল অ্যাচিভমেন্টের কথাই তিনি তার অনুগামীদের কাছে ভাগ করে নেন। শুধু তাই নয়, বয়স বাড়লেও নেটমাধ্যম কী ভাবে ব্যবহার করতে হয়, কাকে বলে হ্যাশ ট্যাগ, কোনটা ট্রেন্ড সব দিকেই নজর আছে রতন টাটার।

৮.৫ মিলিয়ন মানুষ ফলো করেন রতন টাটাকে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন রতন টাটা নিজে মাত্র একজনকেই ফলো করেন। কী অবাক লাগছে তো? নিশ্চয়ই ভাবছেন সেই বিশেষ ব্যক্তিটি কে ? তবে, মজার কথা হল রতন টাটা তাকে ফলো করেন সেটি কোন ব্যক্তি নয়। সেটি হলো টাটা ট্রাস্ট। টাটা ট্রাস্ট রতন টাটারই মালিকাধীন একটি সংস্থা।

img 20230310 173905

১৯১৯ সালে স্থাপিত হয় টাটা ট্রাস্ট। বর্তমানে টাটা ট্রাস্ট দেশের অন্যতম প্রাচীন একটি অনুদান প্রদানকারী সংস্থা। গত এক শতাব্দী ধরে দেশের উন্নয়নকল্পে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের কার্যকলাপ ইনস্টাগ্রামে নিয়মিত প্রকাশিত হয়। রতন টাটা শুধুমাত্র এই সংস্থাকেই ফলো করেন ইন্সটাগ্রামে (instagram)।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর