বাংলা হান্ট ডেস্কঃ ফের উত্তপ্ত বিধানসভা (Assembly)! এবার দল বদল ইস্যু নিয়ে চড়ল উত্তাপ। শুক্রবার বিধানসভা অধিবেশনে চলাকালীনই বাক্য সংঘাতে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। শুধুই কি বচসা! রীতিমতো হুমকি-হুঁশিয়ারি চললো স্পিকারের উপস্থিতিতেই।
কি ঘটেছিল? এদিন বাজেট অধিবেশন চলাকালীন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়কদের উদ্দেশে তির্যক মন্তব্য করেন বিরোধী দলনেতা। এরপর সেই মন্তব্যের জবাব দিতে পাল্টা শুভেন্দুকে উদ্দেশ্য করে বিদ্রুপের সুরে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘শিশিরবাবু কোন দলে?’ এরপরেই বেজায় চটে যান নন্দীগ্রামের বিধায়ক।
বিধানসভা অধিবেশনে দাঁড়িয়েই নৈহাটির বিধায়ক পার্থর উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘আপনার নামে ভোট পরবর্তী হিংসার মামলা আছে। এক মাসের মধ্যে আপনাকে দেখে নেব! একমাসের মধ্যে ঢুকিয়ে দেব।’ প্রকাশ্যে বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরেই শোরগোল বেঁধে যায় বিধানসভায়।
এরপর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পার্থকে থামানোর চেষ্টা করেন। শুভেন্দুর মন্তব্যের পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে উঠে দাঁড়িয়ে পার্থ ভৌমিক অভিযোগ জানান। স্পিকার বলেন, ‘শুভেন্দুবাবু আপনি এই ধরনের কথা বলতে পারেন না।’ দলনেতার এই বক্তব্য রেকর্ডে রাখা হচ্ছে বলেও জানান তিনি। স্পিকারের মন্তব্যে পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, ‘শুরুটা করেছেন পার্থ ভৌমিক। আমি নই।’ তখন বিমানবাবু পার্থর উদ্দেশে বলেন, ‘আপনি থেমে যান।’
এদিন শুভেন্দুর দেওয়া হুমকির পর নিজের নিরাপত্তার দাবি করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। স্পিকারও নেতার নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। যদিও অধিবেশন কক্ষ থেকে বেরোনোর পর শুভেন্দু এখনও এ বিষয় নিয়ে মুখ খোলেননি। তবে দলনেতার ঘনিষ্ঠমহল জানিয়েছে, জেল শব্দের ব্যবহার শুভেন্দু করেননি।