IPL-এর ইতিহাসে ৬ জন অধিনায়ক, যারা গড়ে দেখিয়েছেন এক অনন্য কীর্তি! তালিকায় মাত্র ২ বিদেশি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2023) এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেকটি দলই সমান শক্তিশালী। তার মধ্যে যে দলগুলি একাধিকবার এই টি-টোয়েন্টি লিগটি জিততে সক্ষম হয়েছে তারা সত্যিই অসাধারণ হিসাবে গণ্য হবেন। পুরুষ আইপিএলের সাফল্য থেকেই অনুপ্রাণিত হয়ে মেয়েদের ক্রিকেটকে আরও উন্নত করে তুলতে সম্প্রতি চালু করা হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ বা WPL। তবে আমাদের আজকের আলোচনার বিষয় একটু ভিন্ন রকম।

৯ই মার্চ মহিলা আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে নিজের প্রথম তিনটি ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলকে জয় এনে দেওয়ার রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। আপাতত বেশ কয়েক বছর আশা করা যায় তিনি একমাত্র মহিলা অধিনায়ক থাকতে চলেছেন যিনি এই কীর্তিটা করে দেখিয়েছেন। যদিও আইপিএলের ইতিহাসে এই কীর্তি করে দেখিয়েছেন এমন অধিনায়কের সংখ্যা নেহাত কম নয়। আজকের এই প্রতিবেদনে আমরা দেখে নেব পুরুষদের আইপিএলে ক’জন অধিনায়ক নিজেদের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছেন।

dhoni ipl trophy

১. মহেন্দ্র সিংহ ধোনি: এই নামটি শুনে কারোর আশ্চর্য হওয়ার কথা নয়। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে সফল অধিনায়ক তিনি। চেন্নাই সুপার কিংসকে চারটে আইপিএল জিতানো অধিনায়ক মাহি ২০০৮ সালে সিএসকের প্রথম তিনটি ম্যাচে দলকে জেতাতে সক্ষম হয়েছিলেন।

sachin ipl trophy

২. সচিন টেন্ডুলকার: ব্যাট হাতে তিনি যতটা সফল হয়েছিলেন, মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ততটা সফল হননি সচিন। কিন্তু নিজের দলকে প্রথম তিনটি ম্যাচে অধিনায়ক হিসেবে জয় এনে দিতে সক্ষম হয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

rohit ipl trophy

৩. রোহিত শর্মা: অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করার পর আইপিএলে ফেরার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন রিকি পন্টিং। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেয় কিন্তু তিনি ব্যাট হাতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারছিলেন না। তাই অধিনায়ক হওয়া সত্বেও তিনি নিজেকে দল থেকে সরিয়ে নেন এবং ম্যানেজমেন্টকে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার পরামর্শ দেন। সেই মরশুমেই প্রথম আইপিএল জেতে মুম্বাই। অধিনায়ক হিসেবে নিজের প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছিলেন রোহিত। বর্তমানে তিনি আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক।

jorge ipl trophy

৪. জর্জ বেইলি: ২০১৪ সালে প্রত্যেকটি ফ্রাঞ্চি যখন মেগা অকশনের পরে নতুন সাজে সজ্জিত হয় তখন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন এই অজি অধিনায়কের হাতে। পাঞ্জাবকে হয়তো তিনি আইপিএল জেতাতে পারেননি কিন্তু তার অধিনায়ক করতে ওই বছরে সবচেয়ে সফল মরশুম কেটেছিল প্রীতি জিন্টার দলের। সেবার পাঞ্জাব ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। নিজের প্রথম তিনটি ম্যাচেই দাপট দেখিয়ে দলকে জয় তুলতে সাহায্য করেছিলেন বেইলি।

williamson ipl trophy

৫. কেন উইলিয়ামসন: ২০১৮ সালে প্রথম বার ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কিউয়ি তারকা কেন উইলিয়ামসন। তার অধিনায়কত্বে মোটের উপর ভালোই পারফরম‍্যান্স দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ সালে নিজের দলকে প্রথম তিনটি ম্যাচে জিততে সাহায্য করেছিলেন ক্যাপ্টেন কেন।

hardik ipl trophy

৬. হার্দিক পান্ডিয়া: গত মরশুমে প্রথমবার কোন আইপিএল দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলেন এই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার। নিজের প্রথম সুযোগে এবং গুজরাট টাইটান্সের প্রথম মরশুমেই তাদেরকে ট্রফি এনে দেওয়া হার্দিক ও নিজের প্রথম তিনটি ম্যাচেই অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর