বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে পণ প্রথা বহু যুগ ধরে চলে আসছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যায় বিভিন্ন ছবি। মনের মত পণ না পেয়ে অনেক সময় বিয়ে বাতিল করে দেয় পাত্রপক্ষ। উল্টোদিকে পণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিয়ে বাতিল (Marriage Cancellation) করতে দেখা যায় পাত্রীকেও (Bride)। কিন্তু সম্পূর্ণ বিপরীত একটি ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানার (Telengana) মেডচাল-মালকানগিরি।
ঘাটকেশর থানা এলাকার এক তরুণীর সম্প্রতি বিয়ে স্থির হয়। পাত্রীর পরিবার বরপক্ষকে পণবাবদ ২ লক্ষ টাকা পর্যন্ত দিতে সম্মত হয়। কিন্তু বিয়ের কিছু ঘন্টা আগে পাত্রী জানান যে তিনি এই বিয়ে করবেন না। কারণ হিসেবে পাত্রী বলেন, যে পরিমাণ পণ দিয়ে তার বাড়ির লোক তাকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে তা মোটেও যথেষ্ট নয়। তার বাড়ির লোককে পণের জন্য আরও বেশি অর্থ দিতে হবে।
তবে পাত্রীর পরিবার সেই ব্যবস্থা করে উঠতে পারেনি। তাই বিয়ে না করেই ফিরে যায় পাত্র। কনের এই অদ্ভুত দাবি শুনে অবাক হয়ে যান বিয়ে বাড়িতে উপস্থিত সবাই। অপরদিকে সময় নষ্ট না করে বরের বাড়ির লোকজন অভিযোগ জানান থানায়। সমস্ত ঘটনা শুনে অবাক হয়ে যান পুলিশ আধিকারিকরাও। পুলিশ বলছে, পণের টাকা না পেয়ে পাত্রপক্ষ যদি বিয়ে বাতিল করত তাহলে আইনত ব্যবস্থা নেওয়া যেত।
কিন্তু পণের জন্য পাত্রী যদি নিজেই তার বাড়ির লোকের কাছ থেকে আরও অর্থ চেয়ে থাকেন এবং বিয়ে বাতিল করেন সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। গত ৯ মার্চ সন্ধে ৭ টা ২১ মিনিটে ঘাটকেশর এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে এই বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশ চেষ্টা করেছিল যাতে দুপক্ষকে বুঝিয়ে বিয়ে করানো যায়। কিন্তু সেই চেষ্টায় কোনও ফল হয়নি।