বাংলাহান্ট ডেস্ক: দু বছর পেরিয়ে গেলেও ‘মিঠাই’ (Mithai) নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি দর্শকদের। জি বাংলার ‘ফিরকি’ সিরিয়ালটি শেষ করে তার জায়গায় শুরু হয়েছিল মিঠাইয়ের সফর। বাঙালির মিষ্টিপ্রেমকে ফোকাস করেই পথচলা শুরু করেছিল জনাইয়ের মিঠাই। সিদ্ধার্থ মিঠাই আর মোদক পরিবারকে আপন করে নিতে বেশি সময় লাগেনি দর্শকদের। তার প্রমাণ এখনো স্পষ্ট টিআরপি তালিকায়।
প্রায় দেড় বছর ধরে বাংলা সেরা থেকেছে মিঠাই। এক সময়ে আর সন্দেহের অবকাশ ছিল না যে কে হবে বেঙ্গল টপার। সপ্তাহের পর সপ্তাহ ধরে সেরার সিংহাসন দখল করে থেকে রেকর্ড গড়েছিল মিঠাই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সবকিছুই। টিআরপি কমতে শুরু করে মিঠাইয়েরও। তবুও সেরা দশেই টিকে থেকেছে জি বাংলার সবথেকে পুরনো এই সিরিয়াল।
মাঝে অবশ্য ঘটে যায় বড়সড় অঘটন। টিআরপি এক ঝটকায় কমে গিয়ে সেরা দশের তালিকা থেকে ছিটকে যায় মিঠাই। তবে বর্তমানে আবার গল্পে গতি এনে, মিঠাই মিঠির দ্বৈত চরিত্রের দৌলতে টিআরপি বাড়িয়েছে এই মেগা। ফিরে এসেছে পুরনো স্থানে। কিন্তু মিঠাইয়ের এই উন্নতি দেখে কার্যত ক্ষোভে ফুঁসছেন নিন্দুকরা।
কয়েকজনের অভিযোগ, মিঠাই নাকি অন্য জনপ্রিয় সিরিয়ালগুলিকে নকল করে টিআরপি বাড়াচ্ছে। জি এর পুরনো হিট সিরিয়াল কৃষ্ণকলি, স্টার জলসার দুই সিরিয়াল অনুরাগের ছোঁয়া এবং গাঁটছড়া এই সিরিয়ালগুলির থেকে প্লট নকল করার অভিযোগ উঠেছে মিঠাইয়ের বিরুদ্ধে।
আসলে মিঠাইয়ে দেখানো হয়েছে, কয়েক বছর আগে প্রাণঘাতী দুর্ঘটনায় মিঠাই প্রাণে বেঁচে গেলেও হারিয়ে গিয়েছে তার স্মৃতি। তাই সিদ্ধার্থ আর মোদক পরিবারের সকলে মিলে তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা দেখে অনেকের বক্তব্য, গাঁটছড়া থেকে এই প্লটটা ঝেঁপেছে মিঠাই।
খড়ির স্মৃতি ফেরানোর জন্য ঋদ্ধিরা যেভাবে চেষ্টা করেছিল মিঠাইতেও সেটাই দেখা যাচ্ছে। আবার অনুরাগের ছোঁয়ায় সোনা রূপার মতো মিঠাইতেও মিষ্টি আর শাক্যর প্লট আনা হয়েছে। এমনকি কয়েকজনের দাবি, কৃষ্ণকলিতে যেমন শ্যামার স্মৃতি হারিয়ে যাওয়ার পর সে মাথায় ঘোমটা দিয়ে ঘুরত, মিঠাইকেও প্রথমে তেমনটাই করতে দেখা গিয়েছে।
তবে অভিযোগ উঠলেও মিঠাই নির্মাতারা এখনো বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেনি। বরং মিঠাই অনুরাগীরা সুর চড়িয়েছে নিন্দুকদের বিরুদ্ধে। তাদের যুক্তি, স্মৃতি হারানোর প্লট একাধিক সিরিয়ালে বহুবার দেখা গিয়েছে। তাই শুধু মিঠাইয়ের বিরুদ্ধে আঙুল তুলে লাভ নেই।