ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিয়েছে পাকিস্তান! চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

বাংলাহান্ট ডেস্ক: ভারত-বিরোধী সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিয়ে এসেছে পাকিস্তান (পাকিস্তান)। এমনই তথ্য প্রকাশ করে বিশ্বে সারা জাগিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এক দিকে অর্থনৈতিক সঙ্কট, অন্যদিকে আমেরিকার অভিযোগ, সময়টা মোটেও ভাল যাচ্ছে না ভারতের প্রতিবেশী রাষ্ট্রটির। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে সম্প্রতি সংসদে একটি রিপোর্ট পেশ করেছে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। সেখানেই পাকিস্তানেই বিরুদ্ধে এমন দাবি করেছে তারা। 

সেখানে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে পাকিস্তানের উস্কানিকে সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা হতে পারে। আমেরিকার এই রিপোর্টে যথেষ্ট চটেছে পাক সরকার। তারা উল্টে ভারতকে দোষারোপ করেছে। আমেরিকার অভিযোগকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। তাদের পাল্টা দাবি, পাকিস্তানের একাধিক জঙ্গি হামলার পিছনে রয়েছে ভারতের হাত।

terrorist pakistan

বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ‘কয়েক মাস আগে আমরা পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ভারতের জড়িত থাকার নথি পেশ করেছি। শুধু তাই নয়, পাকিস্তানের অন্দরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগে ভারতীয় নৌবাহিনীর একজন কর্মরত অফিসারও বর্তমানে পাক হেফাজতে রয়েছেন।’

মন্ত্রক উল্টে পাকিস্তানকে সন্ত্রাসের শিকার বলে দাবি করেছে। একইসঙ্গে পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে। বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় যে তারা ভারত-পাকিস্তান এবং ভারত-চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘর্ষের আশঙ্কা করছে। ওই প্রতিবেদনটি মার্কিন গোয়েন্দাদের বার্ষিক হুমকি মূল্যায়নের অংশ। মার্কিন কংগ্রেসে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (National Intelligence Department) পরিচালকের কার্যালয় দ্বারা উপস্থাপিত হয়।

তাদের প্রতিবেদন অনুসারে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু ২০২১ সালের প্রথম দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিল দুই দেশই। ভবিষ্যতে দুই দেশই আবারও নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত করতে আগ্রহী হতে পারে বলে দাবি মার্কিন গোয়েন্দাদের। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার এই রিপোর্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। 

Subhraroop

সম্পর্কিত খবর