বাংলাহান্ট ডেস্ক : খবরের শিরোনামে তুফানগঞ্জ। কোচবিহারে তুফানগঞ্জ (Tufanganj) বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বুথ সম্মেলনে অশ্লীল নাচের (Vulger Dance) ভিডিও ভাইরাল (Viral) হয় সামাজিক মাধ্যমে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, তৃনমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে বুথাভিত্তিক সম্মেলনের আয়োজন করেন। সেখানে মঞ্চের চেয়ারে দেখা যায় বালাভূত তৃণমূল অঞ্চল সভাপতি আলতাফ আলী ব্যাপারী এবং আরো অন্যান্য নেতাদের। আর সেই আসরে কিনা তাদেরই সামনে অশ্লীল নাচ?
এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে এই ঘটনার পর নিন্দায় সরব হয়েছে বিজেপি। তবে, ভিডিওটিকে নিয়ে বিরোধী শিবিরের অনেকেই শাসকদলের রুচিশীলতার প্রশ্ন তুলেছেন। বিজেপির জেলা সম্পাদক উৎপল দাস বুথ সম্মেলনের ওই অশ্লীল নাচের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং বলেন, “বর্তমানে সরকার বাংলার সংস্কৃতিকে একেবারে নর্দমায় নামিয়ে দিয়েছে। যেখানে তৃণমূলের নেতারা বসে রয়েছেন, সেখানে অশ্লীল ভাবে পরিবেশিত হচ্ছে চুটুল নাচ। সংস্কৃতিটাকে এরা কোথায় নিয়ে গিয়েছে!”
সামনেই পঞ্চায়েত ভোট এবং তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও বোমাবাজি হচ্ছে, কোথাও আবার ফাঁকা জমি থেকে বোম উদ্ধার করছে পুলিশ, এ ছাড়াও নানা ধরনের অশান্তির খবর আসছে এবং এই রকম খবর আসার সাথে সাথেই রাজনৈতিক দলগুলি একে অপরের দিকে আঙুল তুলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন, ” এরা পঞ্চায়েত ভোটের আগে গুন্ডাদের ধরে নিয়ে আসে। তাদের মদ, মাংস খাইয়ে মনোরঞ্জনের বন্দোবস্ত করে। আগামী পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বর্তমান শাসক দল।”
বিজেপি নেতার এই অভিযোগে তৃণমূলের তুফানগঞ্জ- ১বি ব্লক সভাপতি প্রদীপ কুমার বসাক জানিয়েছেন তিনি বালাভূতের ভাইরাল ভিডিওটি দেখেছেন এবং দলীয় সম্মেলনে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে স্বীকার করছেন ও তীব্র ধিক্কার জানিয়েছেন। এছাড়াও প্রদীপ বাবুর দাবি যে, গত কয়েকদিন ধরে তার সঙ্গে তুফানগঞ্জ- ১বি ব্লকের অন্তর্গত অঞ্চল সভাপতিদের কোনো যোগাযোগ নেই। আরো জানিয়েছেন যে এই বিষয়টি তিনি জেলা সভাপতি কে জানাবেন। এই ঘটনার জেরে হইচই পড়ে গিয়েছে শাসকদলের অভ্যন্তরে।