বাংলাহান্ট ডেস্ক: দেশের পরিবহণ সংক্রান্ত পরিকাঠামো ক্রমশ আরও উন্নত হচ্ছে। বিশেষত হাইওয়ে ব্যবস্থার উন্নতি হচ্ছে প্রতিনিয়ত। এর ফলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সময়ও কমে আসছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের পর এ বার বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে (Bengaluru-Mysore Expressway)। দক্ষিণ ভারতে পরিবহণ ব্যবস্থা আরও উন্নত করার জন্য তৈরি হয়েছে এই মহাসড়কটি। এর ফলে সমগ্র দক্ষিণ ভারতের মানুষের ব্যাপক লাভ হবে।
আগামীকাল এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এছাড়াও মোট ১৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। কর্ণাটক সরকার জানিয়েছে, ্মোট ১১৮ কিলোমিটার দীর্ঘ বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে খরচ হয়েছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা। এই প্রকল্পের ফলে আরও কাছে চলে আসবে বেঙ্গালুরু ও মাইসোর।
Some Snaps of Bangaluru Mysuru Expressway
Video Coming Soon ✌️@nitin_gadkari @NHAI_Official #Bangalore #Mysuru #expressway #PragatiKaHighway #Construction pic.twitter.com/va4Fs1C115— droneman (@yt_droneman) January 24, 2023
বর্তমানে বেঙ্গালুরু থেকে মাইসোর যেতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা। কিন্তু এই এক্সপ্রেসওয়ের ফলে সেই সময় কমে দাঁড়াবে মাত্র ৭৫ মিনিটে। অর্থাৎ ১ ঘণ্টার কিছু বেশি সময়েই পৌঁছনো যাবে বেঙ্গালুরু থেকে মাইসোর। এর ফলে আশেপাশের এলাকারও আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলে আশা সরকারের। আগামী ১২ মার্চ আরও একটি হাইওয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এটি হল ৯২ কিলোমিটার দীর্ঘ মাইসোর-কুশলনগর চার লেনের হাইওয়ে।
এই প্রকল্পটি গড়তে খরচ হবে প্রায় ৪ হাজার ১৩০ কোটি টাকা। এই প্রকল্পের ফলে বেঙ্গালুরুর সঙ্গে কুশলনগরের পরিবহণ ব্যবস্থার উন্নতি হবে। একইসঙ্গে এই দুই শহরের মধ্যে যাতায়াতের সময় ৫ ঘণ্টা থেকে কমে হবে আড়াই ঘণ্টা। এরপর প্রধানমন্ত্রী হুবলী গিয়ে আইআইটি ধারবাড়ের উদ্বোধন করবেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন তিনি। এছাড়াও তিনি শ্রী সিদ্ধরুদ্ধ স্বামীজি হুবলী স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন বলে খবর।
সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে এই প্ল্যাটফর্মটি। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ১৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি। এছাড়াও তিনি উদ্বোধন করবেন হোসপেট-হুবলী-তিনাইঘাট সেকশনের বিদ্যুতায়ন এবং হোসপেট স্টেশনের আপগ্রেডেশনের। এই প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫৩০ কোটি টাকা। এছাড়াও আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…