৩ দিন পরই পৃথিবীতে আছড়ে পড়তে পারে ১০ তলা বাড়ির চেয়েও বড় গ্রহাণু! সতর্কতা জারি করল NASA

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনল NASA (National Aeronautics and Space Administration)। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, তিন দিন পর একটি বিশাল গ্রহাণু (Asteroid) পৃথিবীতে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে, এই গ্রহাণুর আকার একটি দশ তলা বাড়ির চেয়েও বড়। সর্বোপরি, সেটি পৃথিবীর দিকে অত্যন্ত দ্রুতবেগে এগিয়ে আসছে।

এদিকে, এই তথ্য সামনে আসতেই রীতিমতো তা চিন্তা বাড়িয়েছে সকলের। জানা গিয়েছে, এই বড় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ CM। এটির উচ্চতা প্রায় ১৮০ মিটার অর্থাৎ ৫৯০ ফুট। এমতাবস্থায়, NASA-র তরফে জানানো হয়েছে, এই গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৫০,৪৭৪ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, NASA প্রথম এই গ্রহাণুটি দেখেছিল গত ২ ফেব্রুয়ারি। এরপর থেকে নিয়মিত ওই গ্রহাণুর গতিবিধির ওপর নজর রাখছিলেন বিজ্ঞানীরা। তবে, এখন গ্রহাণুটি যেই গতিতে এগিয়ে আসছে তাতে অনুমান করা হচ্ছে যে, তিন দিন পরই এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে চলে যাবে।

রয়েছে বিপদের আশঙ্কাও: ইতিমধ্যেই NASA এই গ্রহাণুটিকে পৃথিবীর জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছে। আপাতত এটি ঘণ্টায় ২৪,০০০ থেকে ৪০,০০০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। এমন পরিস্থিতিতে, পৃথিবীর কাছাকাছি আসার সময়ে যদি এটি তার গতির সামান্য পরিবর্তন করে বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে তার পথে সামান্য বাধা সৃষ্টি হয় তবে সেটির পৃথিবীর সাথে ধাক্কা লাগতে পারে। শুধু তাই নয়, ওই গ্রহাণুটির অত্যধিক গতির কারণে রয়েছে বড় বিপদের আশঙ্কাও।

asteroid 1 1

সতর্কতা জারি করেছে NASA: এমতাবস্থায়, NASA-র গ্রহাণু পর্যবেক্ষণকারীরা এই প্রসঙ্গে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। পাশাপাশি, ক্রমাগত ওই গ্রহাণুর ওপর নজরদারিও চালানো হচ্ছে। তবে, অনুমান করা হচ্ছে এটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। কিন্তু এরপরেও চিন্তামুক্ত হতে পারছেন না বিজ্ঞানীরা। উল্লেখ্য যে, NASA জানিয়েছে এই গ্রহাণুটি ২৭১ দিনে একটি সৌর কক্ষপথ সম্পূর্ণ করে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর