প্রিয়াঙ্কার পার্টিতে হাজির রামচরণ, জমে উঠল প্রাক অস্কার পার্টি! অবাক ভক্তরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) একসাথে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jones) ও রামচরণ (Ramcharan)। সেই ছবিতেই দেখা গেল অভিনেতার স্ত্রীকেও। বর্তমানে লস এঞ্জলসে রয়েছেন রামচরণ ও তাঁর স্ত্রী। আর সেই সুবাদেই প্রিয়াঙ্কার বাড়ির পার্টিতে হাজির হলেন অভিনেতা ও তাঁর স্ত্রী।

সম্প্রতি নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন বলিতারকা প্রিয়াঙ্কা চোপড়া। আমন্ত্রি
ত ছিলেন দক্ষিণ এশিয়ার সিনে সেলিব্রিটিরা। হাজির ছিলেন দক্ষিণ এশিয়ার বেশ কিছু চলচ্চিত্রশিল্পী। আর সেই পার্টিতেই হাজির ছিলেন রামচরণ-উপাসনা। পার্টির বেশ কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন উপাসনা। ক্যাপশনে লেখা, ‘এলএ ফ্যামিলিয়া’। সাদা পোশাকে সকলের সামনে ধরা দিলেন বলি কুইন প্রিয়াঙ্কা। অন্যদিকে চিরঞ্জীব পুত্রকে দেখা গেল কালো পোশাকে।

উল্লেখ্য চলতি বছর ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘আরআরআর’। সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে এই গান। এছাড়াও লড়াইয়ের তালিকায় নাম রয়েছে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ছবি এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবি।

এমনকি এই বছর অস্কার অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হল মঞ্চেই লাইভ পারফর্ম করা হবে ‘নাটু নাটু’ গানের। এই গান শোনা যাবে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জর গলায়। যদিও দুই অভিনেতার নাচ দেখা যাবে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে অস্কারের মঞ্চে এবার নয়া ইতিহাস লিখতে চলেছে ভারত এমনটাই মনে করেছেন অনেকেই।

সবচেয়ে বড় চমক হল ২০২৩-এর অস্কার অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্ব পালন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই তালিকা তুলে ধরেছিলেন অভিনেত্রী। একমাত্র ভারতীয় হিসেবে সেই তালিকায় নাম রয়েছে দীপিকার। এছাড়াও রয়েছে ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভও।

X