বাংলা হান্ট ডেস্কঃ কিছু মাস ধরে লাগাতার নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ সামনে আসায় মুখ পুড়েছে রাজ্যের শাসকদলের। শুক্রবার গ্ৰুপ সি-র (Group C) চাকরি বাতিলের তালিকা সামনে আসতেই আরেক শোরগোল। দুর্নীতির তালিকায় একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীদের যোগ।
দুর্নীতির তদন্ত যতই এগোচ্ছে ততই অস্বস্তি বাড়ছে তৃণমূলের (TMC)। রাজ্যের মন্ত্রীর ভাই থেকে তৃণমূল নেতার স্ত্রী থেকে শুরু খোদ মুখ্যমন্ত্রীর ভাইঝি, বাতিলের তালিকায় উঠে এসেছে শাসকদলের পরিজনদের নাম। রোজ নিত্যনতুন নাম জুড়ছে অনিয়ম করে পাওয়া চাকরি প্রার্থীদের পাতায়। সেই রেশ বজায় রেখেই এবার একজোটে চাকরি গেল তৃণমূল নেতার (TMC Leader) ২ মেয়ে ও জামাইয়ের।
আদালতের নির্দেশে এবার ঘোর বিপদে মালদহের (Malda) এক তৃণমূল নেতা। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হওয়া গ্রুপ সির কর্মীদেই তালিকায় নাম রয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের শাসকদলের নেতা প্রকাশ দাসের দুই মেয়ে ও জামাইয়ের। তার দুই মেয়ে মাম্পি দাস ও সম্পা দাস এবং জামাই বিপ্লব দাস চাকরি খুঁইয়েছেন বলে জানা গিয়েছে।
নেতার বাড়ির তিন সদস্যের একসাথে চাকরি যাওয়ার ঘটনা সামনে আসতেই জোর শোরগোল এলাকা জুড়ে। সূত্রের খবর, নেতার মেয়ে শম্পা দাস চাকরি করতেন হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ে, আরেক মেয়ে মাম্পি দাস কর্মরত ছিলেন হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে। প্রকাশবাবুর জামাই বিপ্লব দাস কনুয়া ভবানীপুর হাইস্কুলে চাকরি করতেন। হাইকোর্টের নির্দেশে তিনিও চাকরিহারা হয়েছেন বলে জানা গিয়েছে।