‘RRR’-এর দৌলতে বাঙালির বিশ্বজয়, ‘নাটু নাটু’র অস্কার প্রাপ্তিতে চোখে জল বঙ্গকন্যা রিয়ার

বাংলাহান্ট ডেস্ক: ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards) ভারতীয় সাংস্কৃতিক জগতে কার্যত ইতিহাস রচনা করেছে। এ বছর ভারতীয় চলচ্চিত্র নিয়ে সকলেরই প্রত্যাশা তুঙ্গে ছিল। বলিউড এবং দক্ষিণী সিনেমা মিলিয়ে একগুচ্ছ ছবি গিয়েছিল অস্কারে। এমনকি তার মধ্যে ছিল বাঙালি পরিচালকের ছবিও। সবকটি ছবির মধ্যে দুটি পুরস্কার এসেছে ভারতের ঝুলিতে। ‘নাটু নাটু’ (Naatu Naatu) এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ জিতে নিয়েছে অস্কার।

ব্লকবাস্টার তেলুগু ছবি ‘আর আর আর’ এর জনপ্রিয় গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিয়েছে। একাধিক নামজাদা আন্তর্জাতিক তারকার হিট গানকে টেক্কা দিয়ে সেরার সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে নাটু নাটু। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার যখন করতালি আর উচ্ছ্বাসে পরিপূর্ণ, তখন মুম্বইয়ে বসে আবেগের জোয়ারে ভাসছিলেন এক বাঙালি কন্যে রিয়া মুখোপাধ্যায়। তিনিই যে লিখেছেন ‘নাটু নাটু’র লিরিক্স।

riya mukherjee

অবাক হলেন তো? বাঙালি নিজের প্রতিভা নিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। প্রায় প্রতিটি সেরা বিষয়েই রয়েছে বাংলার ছোঁয়া। আর আর আর বা নাটু নাটু-ই বা বাদ যায় কেন? আসলে তেলুগু ছবি ‘আর আর আর’ এর ডাবিং হয়েছে তামিল, হিন্দি, কন্নড় ভাষাতেও। এর মধ্যে হিন্দি সংস্করণটিতে ‘নাচো নাচো’ গানের লিরিক্স লিখেছেন রিয়া।

অরিজিনাল তেলুগু সংষ্করণের লিরিক্স লিখেছেন চন্দ্র বোস। গানে সুর দিয়েছেন এম এম কীরাভানি এবং গানটি গেয়েছেন রাহুল সিপলিগঞ্জ ও কাল ভৈরব। আর হিন্দি ভার্সন অর্থাৎ নাচো নাচো গানটি শোনা গিয়েছে রাহুল সিপলিগঞ্জ ও বিশাল মিশ্রার কণ্ঠে। নাটু নাটু তথা আর আর আর এর প্রায় গোটা টিমই উপস্থিত ছিল অস্কারের মঞ্চে। তবে এদিন সেখানে থাকতে পারেননি রিয়া।

তাতে অবশ্য উচ্ছ্বাসে এতটুকুও ভাঁটা পড়েনি তাঁর। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আপ্লুত রিয়া নাটু নাটুর টিমের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা জানান এম এম কীরাভানি এবং চন্দ্র বোসকে। রিয়া বলেন, অস্কারের মঞ্চে খুবই সুন্দর গান গেয়েছেন কীরাভানি। নাটু নাটুর হুকস্টেপ তো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গোটা বিশ্বে। রিয়া এও জানান, এম এম কীরাভানিকে তিনি ইতিমধ্যেই মেসেজ করেছেন। তাঁদের দেশে ফেরা পর্যন্ত আর অপেক্ষাই করতে পারছেন না তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর