বাংলাহান্ট ডেস্ক: দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) অভিনীত ‘ধূমকেতু’ (Dhumketu), এই একটি ছবির জন্য বিগত সাত বছর ধরে হা পিত্যেশ করে অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও, অন্য আরো হাজার খানেক ছবি মুক্তি পেলেও ধূমকেতুর দেখা মেলেনি টলিউডের আকাশে। শেষমেষ সুখবর দিলেন প্রযোজক রানা সরকার। অবশেষে ধূমকেতু মুক্তির ক্ষেত্র প্রস্তুত হচ্ছে।
অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানা লেখেন, ‘দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য যেকোনো সহযোগিতা ও করবে। Viacom18-এর সব আইনি সমস্যা আগামী সপ্তাহে মিটে যাবে আশা করছি। তাহলে অতি শীঘ্রই ‘ধূমকেতু’ ঝড় উঠবে। কুর্সিকি পেটি বাঁধ লিজিয়ে…’
তা দর্শকরা বেঁধেই রেখেছেন গত সাত বছর ধরে। ২০১৬ সালে ধূমকেতু ছবির শুটিং শেষ হয়। জানা গিয়েছিল, মোট ৪ কোটি টাকা খরচ হয়েছে এই ছবিটি তৈরিতে। একাধিক কারণে ধূমকেতু স্পেশ্যাল। এই ছবিতেই আবারো দেখা মিলবে প্রাক্তন জুটি দেব শুভশ্রীর। শুধু তাই নয়, বড়পর্দায় প্রথম বার তাঁদের লিপলক করতে দেখা যাবে বলেও রয়েছে গুঞ্জন। খোদ রানা সরকারের একটি পোস্ট থেকেই মিলেছিল এমন ইঙ্গিত।
পাশাপাশি এই ছবিতে রয়েছে প্রস্থেটিক মেকআপের বড় ভূমিকা। সত্তর বছরের বৃদ্ধের ভূমিকায় দেবের ছবি অনেক দিন আগেই ভাইরাল হয়েছিল। কিন্তু এই সবকিছু থেকেই বঞ্চিত বাংলার সিনেপ্রেমীরা। কখনো রানা অভিযোগ জানিয়েছেন, যৌথ প্রযোজক ভায়াকম ১৮ নেটওয়ার্ক নাকি সমস্যা তৈরি করেছে ছবি মুক্তিতে।
আবার একবার দেবের ঘাড়েও দোষ চাপিয়েছিলেন তিনি। কটাক্ষ করেছিলেন, নায়কের লোভের জন্য আটকে রয়েছে ধূমকেতুর মুক্তি। এই ছবির পরেই বিচ্ছেদ হয়ে যায় দেব শুভশ্রীর। দূরত্ব বাড়ে দুজনের। ধূমকেতু নিয়ে দেব প্রতিবারই বলেছেন, এই ছবিটি মুক্তি পাক সেটা তিনিও চান। কিন্তু এর বেশি আর কোনো মন্তব্যই করেননি তিনি। নীরব থেকেছেন শুভশ্রীও। শেষমেষ কি ছবির প্রয়োজনেই আবারো হাত মেলাবেন দুই প্রাক্তন? প্রশ্নটা থেকেই যাচ্ছে।