বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে (Universities) উপাচার্য (Vice Chancellor) নিয়োগ নিয়ে করল বড় ঘোষণা। রাজ্যের কোনও এক্তিয়ার নেই ২৪ বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের নিয়োগ কিংবা পুনর্নিয়োগের। উপাচার্য নিয়োগ নিয়ে মঙ্গলবার মামলাকারীদের অভিযোগ গ্রহণ করে আদালত। তারপর আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেয়।
এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবেই রাজ্য ফের একবার ধাক্কা খেল আদালতে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, সেক্রেটারির চিঠিতে যেসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ করা হয়েছিল তাদের নিয়োগ বাতিল করে দেওয়া হচ্ছে। এমনকি কর্মকাল শেষ হয়ে যাওয়ার পরেও যাদের নিয়োগ করা হয়েছিল তাদের নিয়োগও বাতিল করা হচ্ছে।
কিন্তু যাদের নিয়োগকাল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে আদালত আর কোনও হস্তক্ষেপ করবে না। এরই সাথে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের কোনও ক্ষমতা নেই। ২০১৪-র সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে ইউজিসি-র বদলে রাজ্য সরকারের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করেন। যা সুপ্রিম কোর্টের মতে অবৈধ।
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে রাজ্যের ২৪ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ ও পুনর্ননিয়োগ বিষয় কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে জানুয়ারি মাসে। কিন্তু সেই সময় ছটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের মনোনয়ন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যা নিয়ে বিতর্ক শুরু হয় শিক্ষা মহলে।