বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল (TMC Conflict)। এবার ঘটনাস্থল মালদহের (Malda) ইংরেজবাজার। সম্প্রতি শাসকদলের নেতা এবং কর্মীর হাতাহাতির এক ভিডিয়ো সামনে এসেছে। আর তা নিয়েই শোরগোল এলাকা জুড়ে। অভিযোগ, জমির দখল নিয়েই এদিন মারামারি বেঁধে যায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তার জেরেই ধুন্ধুমার।
তৃণমূল কর্মীদের মারামারির যে ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মইনুল শেখ এবং তৃণমূল কর্মী মণি শেখ উপস্থিত রয়েছেন। তুমুল মারামারিতে জড়িয়েছে এই দুই নেতা। সূত্রের খবর, পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে গন্ডগোলের জেরে আহত হন দুপক্ষেরই বহুজন। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তাদের মধ্যে অনেকে।
কী অভিযোগ? তৃণমূল সদস্য মণি শেখের অভিযোগ, তার পরিবারের একটি জমি জবর দখল করতে চান মইনুল। এর জন্য একেবারে ছেলে-পেলে নিয়ে হঠাৎই তার বাড়িতে চড়াও হন। পাশাপাশি মণির অভিযোগ, দলবল নিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরও করেন মইনুল। আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
অন্যদিকে মইনুলের অদ্ভুত অভিযোগ, এক দল দুষ্কৃতী এক মহিলাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তাদের বাধা দিতে যাওয়ায় উল্টে তাকেই অপহরণ করার চেষ্টা হয়। মইনুলের দাবির সাথে সেই ভাইরাল হওয়া ভিডিও বা মারামারির কী সম্পর্ক তা অবশ্য স্পষ্ট বোঝা যায়নি। পাশাপাশি জমি গন্ডগোলের কথা একেবারেই অস্বীকার করে মইনুল বলেন, এসব করে তাকে বদনাম করা হচ্ছে।
মইনুল শেখ বলেন, ‘‘বেশ কয়েক জন তৃণমূল কর্মী আমার বদনাম করার চেষ্টা করছে। বর্তমানে আমি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। সামনে পঞ্চায়েত নির্বাচনে দলের তরফে যাতে টিকিট না পাই, তাই দলেরই একাংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’’ ঘটনার পর দুই পক্ষই ইংরেজবাজার থানাতে অভিযোগ দায়ের করেছে। তবে ভোটপূর্বে বারংবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোষ্ঠীকোন্দলের ঘটনা উঠে আসায় রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।