শিল্প গড়ার নামে নেওয়া জমিতে ঘাস গজালে একদম ফেরত নিয়ে নেব! কড়া হুঁশিয়ারি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ‘শিল্পের জমিতে ঘাস গজালে ফেরত নিয়ে নেব।’ বুধবার ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক থেকে সাফ এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। অনেক সময়ই দেখা যায় সরকারের থেকে ভর্তুকি মূল্যে বা সুবিধা সহ জমি (Land) নিয়ে সেই জমি দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে। প্রতিশ্রুতি দিলেও কোনো বিনিয়োগ (Investment) করা হচ্ছে না। বুধবার এই প্রসঙ্গেই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো।

এদিন মুখ্যমন্ত্রী সাফ বার্তা দিয়ে বলেন, শিল্পের জন্য নেওয়া জমি বছরের পর বছর ধরে ফেলে রাখলে, এবার থেকে সরকার তা ফেরত নিয়ে নেবে। জমি ফেলে রেখো ঘাস গজানো কোনোভাবেই বরদাস্ত করবে না রাজ্য। প্রসঙ্গত, শিল্প, বিনিয়োগের জন্য জমি নেওয়ার পরও বাংলায় সিলিকন ভ্যালি বা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনেকে শিল্প সংস্থা সেগুলি দিনের পর দিন ফেলে রাখছে।

প্রসঙ্গত, শিল্পের নামে নেওয়া পরিত্যক্ত জমিগুলিকে আগেই চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এবার মুখ্যমন্ত্রীও বিষয়টির ওপর বিশেষ জোর দিলেন। বুধবার নবান্ন সভাঘরে হওয়া বৈঠকে শিল্প সচিব তথা বন্দনা যাদবকে কড়া নির্দেশ দিয়ে দলনেত্রী বলেন, “যারা এমন করছে তাদের সঙ্গে কথা বলুন। পরিস্কার করে তাদের জানিয়ে দিন সিলিকন ভ্যালিতে জমি দেওয়া হয়েছে শিল্প গড়ার জন্য, ঘাস গজানোর জন্য নয়। জমি ফেলে রাখা হলে তা ফেরত নেবে রাজ্য সরকার।”

mamata

মুখ্যমন্ত্রী আরও বলেন, শিল্প তৈরির জন্য যে জমি দেওয়া হয়েছে, সেখানে বিনিয়োগ হবে সেটাই প্রত্যাশিত। প্রসঙ্গত, পূর্বে সরকার ঠিক করেছিল কোনো জমি শিল্পের জন্য তা ফেলে রাখা হলে তা মাটিসৃষ্টির কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি সেসব জমিতে পাট্টা বিলি করে গরিব মানুষের বাসস্থান সৃষ্টির কথাও ভেবেছিল রাজ্য।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর