গুপ্তধন! বীরভূমের নদীতে ভাসছে সোনার গহনা, কুড়োতে এলাকাবাসীর মধ্যে হুড়োহুড়ি

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এল বীরভূম (Birbhum)। এমনিতেই তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) প্রসঙ্গে বারংবার সামনে এসেছে এই জেলা। তবে, এবার আর অনুব্রত নয়, বরং একটি চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে সবার দৃষ্টি আকর্ষণ করেছে এই জেলাটি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বীরভূমের একটি নদীতে পাওয়া যাচ্ছে সোনা!

আর সেই সোনা কুড়োতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে গ্রামবাসীদের মধ্যে। পাশাপাশি, ছড়িয়েছে তুমুল চাঞ্চল্যও। জানা গিয়েছে, বীরভূমের মুরারইয়ের পারকান্দি গ্রামের কাছে থাকা বাঁশলই নদীতে হঠাৎই খোঁজ মিলছে সোনার। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় তিনদিন ধরে ওই নদীতে জোরকদমে সোনার খোঁজ চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, হন্যে হয়ে সোনা খুঁজতে গিয়ে বাসিন্দাদের মধ্যে অবশ্য কেউ কেউ পেয়েছেন টিকলি, কেউ আবার পেয়েছেন সোনার দুল। যদিও জানা গিয়েছে, এই “সুবর্ণ সুযোগ” পেয়ে গ্রামবাসীদের পাওয়া বেশ কিছু সোনা নিয়ে একদল দুষ্কৃতী নাকি চম্পটও দিয়েছে।

উল্লেখ্য যে, ওই নদীতে সোনা পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে তুমুল ভিড় জমতে শুরু করেছে। এমতাবস্থায় জানা গিয়েছে, গত দু’দিন আগে এক ব্যক্তি ওই নদী থেকে বালি তোলার সময় সেখান থেকে কয়েকটি সোনা পান। আর তারপরেই বিষয়টি জানাজানি হতে ওই নদীতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

gold (2)

হাত দিয়ে নদীর বালি তুলেই সোনার খোঁজ চালাচ্ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে এখনও পর্যন্ত চার থেকে পাঁচজন ওই নদী থেকে সোনা পেয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি, বৃহস্পতিবার সকাল থেকেও সোনার সন্ধান চালাতে ভিড় জমতে শুরু করে ওই নদীতে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর