৩ হাজার করে জমিয়ে পেয়ে যান ৪৪ লক্ষ! কেন্দ্রের এই পেনশন স্কিমে এবার আপনিও হবেন লাখপতি

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের (Central Government) নতুন পেনশন স্কিমের (Pension scheme) দৌলতে এবার মোটা অঙ্কের টাকা আপনার পকেটে আসবে। মাসিক ৩ হাজার জমা করলে পেতে পারেন ৪৪ লক্ষ। আমাদের দেশের প্রচলিত পেনশন ব্যবস্থার পরিবর্তনের জন্য NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমের (National Pension System) বন্দোবস্ত করা হয়। অবসর গ্রহণের পর আসলে বেশিরভাগ মানুষই চিন্তা করেন যে তাদের বাকী জীবন চলবে কিভাবে!

তবে এখন আর এই ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এক নতুন ধরনের সুবিধা নিয়ে এসেছে এনপিএস (NPS)। এই স্কিমে অল্প করে মাসে মাসে টাকা জমালে অবসরের পরে পাবেন এক বিরাট অঙ্কের রিটার্ন, তবে তা নির্ভর করছে মাসিক জমানো টাকার পরিমান, কত বছরের জন্য জমাচ্ছেন এই সব কিছুর উপরেই। মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন লাখপতি।

কিন্তু তার আগে আপনাকে এই NPS বিষয়টি সম্পর্কে বিস্তারিত বুঝতে হবে। এটি প্রথমে সরকারি কর্মচারীদের অবসরের পর যাতে আর্থিক অভাব না দেখা যায়, তাই তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সমস্ত মানুষের জন্যই খুলে দেওয়া হয় এই স্কিম। বর্তমানে যেকোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক এই প্রকল্পের জন্য টাকা জমা দিতে পারেন।
এই প্রকল্পে টাকা জমা দেয়ার নিয়ম হলো, মাসিক ন্যূনতম ৫০০ টাকা জমাতে হবে।

pension 1

 

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, এই টাকা জমিয়ে যেতে হবে ৬০ বছর বয়স পর্যন্ত। এরপর আপনি কত মাস ধরে বা কত বছর ধরে কত টাকা বিনিয়োগ করেছেন তার ওপর নির্ভর করে এক বিরাট অংকের রিটার্ন পেতে পারেন। উদাহরণস্বরূপ ধরে নিন, আপনি ৩৪ বছর বয়সে এই স্কিম নিলেন এবং মাসিক ৩ হাজার টাকা বিনিয়োগ করলেন। তাহলে আপনি ২৬ বছর ধরে মাসিক ৩০০০ টাকা জমা করলেন তবে তখন আপনি যে রিটার্ন পাবেন তার মূল্য হবে ৪৪.৩৫ লক্ষ টাকা ( এক্ষেত্রে সুদ ধরা হয়েছে ১০%)।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর