‘আদিরাকে একাই বড় হতে হবে’, হঠাৎ কেন বললেন রানি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সদ্য বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি। মুখ্য চরিত্রে দেখা গিয়েছে বলিউড (Bollywood) অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) এবং টলিউড (Tollywood) অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। বাস্তব গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। আর এসবের মাঝেই এবার নিজের কন্যাকে নিয়ে মুখ খুললেন রানি।

দেখতে দেখতে ৭ বছর পেরিয়ে গেছে। কিন্তু সেভাবে লাইমলাইটে দেখা যায়নি রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার কন্যা আদিরাকে। নেট মাধ্যমেও সেভাবে ছবি পাওয়া যায়না তার। এমনকি মেয়েকে নিয়ে কখনই খুব একটা বেশি কথা বলতে শোনা যায় না অভিনেত্রী কিংবা পরিচালককে।

Rani Mukherjee

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বলেন, ‘নানান রকম চ্যালেঞ্জের মধ্যেই বড় হয়ে উঠছে আদিরা। আমি এবং আদিত্য বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। আমি এটা ভেবে ভীষণ খুশি যে মাত্র এইটুকু বয়সেই অনেক বেশি আমাদেরকে বুঝতে পারে আদিরা। আমি মনে করি ‘করোনা মহামারী’ আমাদের কাছে আশীর্বাদ হয়ে ধরা দিয়েছিল’।

 

অভিনেত্রীর সংযোজন, ‘এখন প্রথম শ্রেণীতে পড়ছে আদিরা। আমি কখনই চাই না ওর স্কুলের কিংবা পড়াশোনা কোনরকম ক্ষতি হোক। আর সে কারণেই প্রয়োজনে আমার থেকে দূরে থাকা অভ্যেস করতে হবে ওকে। আমাকেও করতে হবে সেই অভ্যেস। আগামী দিনে কিভাবে এগোনো যাবে সেটা সময় এলেই দেখা যাবে’।

Rani Mukherjee

উল্লেখ্য, দেবিকা চ্যাটার্জির সত্য গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি। শহর কলকাতা ছেড়ে নরওয়েতে গিয়ে সংসার পাতেন চ্যাটার্জি পরিবার। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখেই দিন কাটছিল তাঁদের। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল বিপত্তি। মায়ের কোল খালি করে কেড়ে নেওয়া হলো দুই সন্তানকে। অভিযোগ, দেবিকা চ্যাটার্জী এবং তাঁর স্বামী নাকি ছেলেমেয়েদের মানুষ করতে অপারক। যদিও একটা সময় তিনি জানতে পারেন সবটাই আসলে ব্যবসা। এরপরেই গোটা দেশের বিরুদ্ধে একাই লড়াইয়ে নেমে পড়েন দেবিকা।

X